সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেটে ভয়াবহ বন্যায় ৬৫ জনের প্রাণহানি

সিলেট বিভাগে বন্যাজনিত কারণে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বন্যাজনিত কারণে বিভিন্ন রোগে আরও ৫০৮ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত বন্যাজনিত কারণে সিলেট বিভাগে ৬৫ জনের মৃত্যু হয়েছে এবং বিভিন্ন রোগে ১৩ হাজার ৫৯২ জন আক্রান্ত হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম, সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বন্যাজনিত কারণে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের মৌলভীবাজারে পানিতে ডুবে একজন মারা যান। এ নিয়ে সিলেট বিভাগে ৬৫ জন ব্যক্তি মারা গেছেন। সর্ব্বোচ ২৯ জনের মৃত্যু হয়েছে সুনামগঞ্জে। তারপরে রয়েছে সিলেট; এ জেলায় ১৮ জন, মৌলভীবাজারে ১১ জন ও হবিগঞ্জে ৭ জন মারা যান।

আর গত ২৪ ঘণ্টায় বন্যাজনিত সমস্যায় ৫০৮ জন রোগী শনাক্ত করা হয়েছে। এরমধ্যে সর্ব্বোচ হবিগঞ্জ জেলায় ২০২ জন রয়েছেন। সর্বনিম্ন আক্রান্ত হয়েছেন সিলেটের ৬৮ জন। এছাড়া মৌলভীবাজারের ১৩১ জন ও ‍সুনামগঞ্জের ১০৭ রোগী আক্রান্ত হয়েছেন। এসব রোগীর মধ্যে বেশিরভাগই ডায়রিয়ায় আক্রান্ত। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় এ বিভাগে ২৩৩ জন রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। আরটিআই আক্রান্ত হয়েছেন ৩৫ জন, পানিতে ডুবে ১ জন, চর্ম রোগে ১০৫, চোখের প্রদাহ রোগে ১২ জন, আঘাতপ্রাপ্ত হয়ে ১৪ জন ও অন্যান্য রোগে আক্রান্ত হয়েছেন ১০৪ জন।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: