সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
বুধবার, ১৯ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

এভারেস্ট জয় করলেন সিলেটের আকি

পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভা’রেস্ট জয় করেছেন আরেক বাঙালি। শুক্রবার নেপাল সময় সকাল ৭টার দিকে এভা’রেস্টের চূড়ায় আরোহন করেন আখলাকুর রহমান, যিনি আকি রাহমান নামে পরিচিত।

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আখালকুরের গ্রামের বাড়ি সিলেট বিভাগের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজে’লার চিলাউড়ায়।

আখালাকুরের বেসক্যাম্পের বরাত দিয়ে জগন্নাথপুরে অবস্থানরত তার চাচাতো ভাই শামীনুর রহমান বলেন, আখালুকের এভা’রেস্ট জয়ের তথ্য তার সাথে থাকা গাইড বেসক্যাম্পে জানিয়েছে। এরপর বেসক্যাম্প থেকে আমাদের জানানো হয়েছে।

পরে সকাল সাড়ে ৮টার দিাকে আখলাকুরের সাথে তার কথা হয়েছে জানিয়ে শামীনুর বলেন, ভাই বলেছেন- ‘আলহাম’দুলিল্লাহ, আমি সাকসেস হইছি। আমা’র জন্য দোয়া করিও’।

শুক্রবার দুপুরে লন্ডনভিত্তিক বাংলা টেলিভিশন চ্যানেল এস’র পক্ষ থেকেও আখলাকুরেোর এভা’রেস্ট জয়ের তথ্য জানানো হয়।

চ্যানেল এস’র ফেজবুক পেজ থেকে লেখা হয়- অ’ভিনন্দন, আকি রহমান, প্রথম ব্রিটিশ বাংলাদেশি মু’সলিম হিসেবে শুক্রবার সকাল সাড়ে ৭টায় এভা’রেস্ট জয় করেছেন।

এরআগে ২০২০ সালে অক্টোবরে ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এলব্রুস পর্বত জয় করেন আখলাকুর রহমান। তিনিই প্রথম বাঙালি হিসেবে এলব্রুস পর্বত জয়ের রেকর্ড করেন।

আর ওই বছরের ২২ জুলাই আফ্রিকা মহাদেশের সর্ববৃহৎ তানজানিযায় অবস্থিত কিলিমাঞ্জারো পর্বত প্রথমবারের মতো জয় করেন। এই পর্বতটির উচ্চতা ছিল ৫,৮৯৫ মিটার। এই পর্বত জয়ের সাতদিন পর দ্বিতীয়ভাবে মতো ২৯ জুলাই ইউরোপের মন্ট ব্ল্যাঙ্ক পর্বত চূড়ায় ওঠেন।

পারিবারিক সূত্রে জানা যায়, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের যু’ক্তরাজ্য প্রবাসী মৃ’ত হাজি ইছকন্দর আলীর ছে’লে আখলাকুর রহমান প্রায় ৩৬ বছরে পূর্বে পরিবারের লোকজনের সঙ্গে যু’ক্তরাজ্যে চলে যান। তখন তার বয়স ছিল দেড়বছর। লন্ডনের ওল্ডহাম শহরে তিনি বেড়ে ওঠেন। সেখানে পরিবার পরিজন নিয়ে স্থায়ীভাবে বসবাস করে আসছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: