cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ভা’রতে পাচারের সময় ভ’য়ভীতি দেখিয়ে হাতিয়ে নেওয়া ১০ পিস স্বর্ণের সন্ধানে মাঠে নেমেছে বিজিবি। এ ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ দুজনকে আ’ট’ক করেছে বিজিবি।
বিজিবি এরই মধ্যে স্বর্ণ চো’রাচালানি কলারোয়ার কেড়াগাছি ইউনিয়নের কুঠিবাড়ি গ্রামের তরিকুল ইস’লামকে না পেয়ে তার বাবা কবিরাজ মান্নানকে ধরে এনে জিজ্ঞাবাদ করতে শুরু করেছে।
একই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেড়াগাছি ইউপির সাবেক চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ভুট্টোলাল গাইনকে। বিজিবি তাকে তার প্রাইভেট’কারসহ আ’ট’ক করে।
তবে পলাতক রয়েছে স্বর্ণ, মা’দক চো’রাকারবারি ও হুন্ডি পাচারকারী কাকডাঙ্গার ইয়ার আলি মেম্বার।জানা গেছে, কুঠিবাড়ির তরিকুল ইস’লাম ভা’রতে পাচারের জন্য দশটি স্বর্ণের বার নিয়ে আসে।
এ খবর পেয়ে ভুট্টোলাল গাইন ও তার ঘনিষ্ঠ সহযোগী চো’রাবারবারি ইয়ার আলি মেম্বার তরিকুলের বাড়ি গিয়ে ভ’য়ভীতি দেখিয়ে বুধবার ওই স্বর্ণ কেড়ে নেয়।
এ খবরের ভিত্তিতে বিজিবির কাকডাঙ্গা বিওপির সদস্যরা ছিনতাই হওয়া স্বর্ণের সন্ধানে দুই দিন ধরে মাঠে অ’ভিযান চালাচ্ছে। এরই জের হিসেবে ভুট্টো ও মান্নানকে আ’ট’ক করা হয়েছে।
বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ বলেন, আম’রা গো’পন সূত্রে এ খবর পেয়েছি। ভুট্টোলাল ও মান্নান কবিরাজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর ইয়ার আলি ও তরিকুলকে খুঁজছি।