cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
টি২০ বিশ্বকাপ ক্রিকেট ম্যাচে পা’কিস্তানের জয়ে উল্লাস করে ভা’রতের রাজস্থানে একটি বেসরকারি স্কুলের এক শিক্ষিকা চাকরিচ্যুত হয়েছেন। ইন্ডিয়া টুডে’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন ডন। এতে বলা হয়, ওই শিক্ষিকা একজন মু’সলিম। তার নাম নাফিসা আত্তারি। রাজস্থানের উদয়পুরে অবস্থিত নিরজা মোদি স্কুল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। রোববার ভা’রত-পা’কিস্তান ম্যাচে পা’কিস্তান বিজয়ী হওয়ায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে একটি পোস্ট দিয়েছিলেন। এতে পা’কিস্তানের বিস্ময়কর বিজয় নিয়ে তিনি আনন্দ প্রকাশ করেন। তিনি হোয়াটসঅ্যাপে লিখেছেন ‘জিত গেইইই…’ বা আম’রা জিতেছি।
ফুসফুস কেমন আছে তা পরীক্ষা করে জানিয়ে দেবে মোবাইল অ্যাপ!
এ জন্য স্কুল প্রশাসনের বাঁকা নজরে পড়ে যান তিনি। অ’ভিযোগ আছে, ওই ম্যাচে পা’কিস্তান বিজয়ী হওয়ার পর তিনি পা’কিস্তানের কয়েকজন খেলোয়াড়ের ছবি আপলোড করেছিলেন। এ বিষয়ে এক শিক্ষার্থীর অ’ভিভাবক তার কাছে জানতে চান, তিনি পা’কিস্তান ক্রিকেট’কে সম’র্থন করেন কিনা।
জবাবে তিনি কপটতা না করে স্বীকার যান। বলেন, হ্যাঁ। রিপোর্টে আরো বলা হয়েছে, ওই শিক্ষিকার হোয়াটসঅ্যাপের পোস্ট শিক্ষার্থীদের মধ্যে স্ক্রিনশট হিসেবে ছড়িয়ে পড়ে। এরপর স্কুল প্রশাসন তাকে বহিষ্কার করে।