cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
কুড়িগ্রামের রৌমা’রী সীমান্তে মোহাম্ম’দ আলী (২০) নামে ভা’রতীয় এক নাগরিককে গু’লি করে হ’ত্যা করেছে দেশটির সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।
সোমবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজে’লার খেতারচর সীমান্তে এ ঘটনা ঘটে।
নি’হত মোহাম্ম’দ আলী ভা’রতের আসাম রাজ্যের হাটশিংঙিমা’রী জে’লার পুড়ান দিয়াড়া থা’নাধীন পুড়ান ছাট’কড়াইবাড়ীর মন্ডল কান্দি গ্রামের মো. জাকির হোসেনের ছে’লে। তিনি স্থানীয় এক কলেজের প্রথম বর্ষের ছাত্র।
সীমান্তে খোঁজ নিয়ে জান যায়, ভা’রতীয় কাঁ’টাতারের ওপরে বাঁশের তৈরি আড়কি লাগিয়ে গরু পারাপারের উদ্দেশ্যে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে মোহাম্ম’দ আলী। পরে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল মিলে অ’বৈধভাবে ভা’রতীয় গরু পার করছিল। এ সময় ভা’রতের দ্বীবচর বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা ‘বাংলাদেশি গরু চো’রাকারবারি’ ভেবে গু’লি ছুড়ে। এতে মোহাম্ম’দ আলী নামের ওই ভা’রতীয় যুবক গু’লিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মা’রা যায়। পরে কাঁ’টাতারের গেট খুলে ম’রদেহ উ’দ্ধার করে ক্যাম্পে নিয়ে যান বিএসএফের সদস্যরা।
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, সীমান্তে বাংলাদেশি ভেবে ভা’রতীয় নাগরিককে গু’লি করে হ’ত্যা করেছে বলে লোকমুখে শুনেছি। তবে কী’ কারণে গু’লি করেছে তা আমা’র জানা নেই।
সীমান্তে গু’লি করে হ’ত্যার বিষয়ে জানতে চাইলে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জয়েন উদ্দিন বলেন, বিএসএফের গু’লিতে ভা’রতীয় এক নাগরিক নি’হত হওয়ার খবর শুনেছি। পরে নিশ্চিত হয়েছি সে বাংলাদেশি নাগরিক না।