সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
সোমবার, ১১ নভেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

স্বামীর ঘর ছেড়ে ২৫ বার পালালেন স্ত্রী’, প্রত্যেকবারই নতুন প্রে’মিক!

স্বামীর ঘর ছেড়ে ২৫ বার পালিয়ে গেছেন স্ত্রী’। প্রত্যেকবারই নতুন প্রে’মিকের হাত ধরে। তবু স্ত্রী’ হিসেবে তাকেই গ্রহণ করতে চান স্বামী।

ভা’রতের আসামের নওগাঁ জে’লার বাসিন্দা ওই নারী ও তার স্বামীর দাম্পত্য জীবন ১০ বছরের। তিনটি সন্তানও আছে তাদের। যার মধ্যে ছোটটির বয়স তিন মাস।

গত ৪ সেপ্টেম্বর তিন মাসের ওই শি’শুকে প্রতিবেশীর বাড়িতে রেখে চলে যান ওই নারী। তার শ্বশুরের অ’ভিযোগ, এ নিয়ে ২৫ বার বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন তার পুত্রবধূ। আর প্রতি বারই তিনি ঘর ছেড়েছেন নতুন প্রে’মিকের সঙ্গে।
পালানোর সময় স্ত্রী’ সঙ্গে করে ২২ হাজার রূপি এবং দামি গয়নাও নিয়ে গেছেন বলে অ’ভিযোগ করেছেন তার স্বামী।
ওই নারীর স্বামী গ্যারেজে কাজ করেন। ফিরে এসেই দেখেন স্ত্রী’ বাড়িতে নেই। নেই তিন মাসের শি’শুটিও। খোঁজ নিয়ে জানতে পারেন এক প্রতিবেশীর বাড়িতে শি’শুটিকে রেখে গেছেন তার স্ত্রী’। ছাগলের খাবার আনতে যাচ্ছেন বলে তিনি শি’শুটিকে রেখে যান। তারপর আর ফেরেননি।

ওই নারীর স্বামী বলেছেন, ‘‘বাড়ি ফিরে দেখি আমা’র রূপি এবং নিজের গয়নাও নিয়ে গেছে স্ত্রী’। বুঝতে পারি তিন মাসের শি’শুটিকে ফেলে রেখে আবার পালিয়ে গেছে ও।’’ যদিও স্ত্রী’ আগের মতো ফিরে এলে তাকে মেনে নেবেন বলে জানিয়েছেন ওই ব্যক্তি।

আসামের এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: