সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

জিন হাজিরের নামে যৌন হয়রানি; যুবক গ্রেফতার

জিন হাজিরের মাধ্যমে নিঃসন্তান নারীদের যৌ’ন হয়রানীর অ’ভিযোগে বগুড়ার শি’বগঞ্জ থা’না পু’লিশ হাফেজ রোমান ওরফে রুম্মান (২৪) নামের এক যুবককে গ্রে’প্তার করেছে। গ্রে’প্তারের পর তার আস্তানায় অ’ভিযান চালিয়ে মৃ’ত মানুষের মা’থার খুলি যৌ’ন উত্তেজক ওষুধ, যাদু টোনা করার সরঞ্জাম ও অসংখ্য তাবিজ উ’দ্ধার করেছে।

শনিবার রাতে শি’বগঞ্জ উপজে’লার বিহার ইউনিয়নের বিহার ফকিরপাড়া গ্রামে আস্থা’না থেকে তাকে গ্রে’প্তার করা হয়। হাফেজ রুম্মান হাসান বিহার ফকির পাড়ার আজাহার আলী ফকিরের ছে’লে।

স্থানীয়রা জানান, আজাহার আলী ফকির দীর্ঘদিন ধরে এলাকায় তাবিজ কবজ করে মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করে আসছিলেন। তার ছে’লে রোমান ওরফে রুম্মান হাসান স্থানীয় একটি মাদ্রাসায় লেখা পড়া শেষ করে তার বাবার সাথে তাবিজ কবজের ব্যবসায় জড়িয়ে পড়েন।
এক পর্যায়ে রুম্মান বাড়িতেই আস্তানা খুলে বসে। সেখানে নারীরা আসতো বিভিন্ন সমস্যার সমাধান নিতে। রুম্মান এলাকায় প্রচার করতো তিনি জিন হাজিরের মাধ্যমে ভবিষ্যতবানী দিতে পারেন।

একারনে নিঃসন্তান নারী ও প্রবাসীদের স্ত্রী’রা তার বাড়িতে ভীড় জমাতো। স্বামী- স্ত্রী’র মধ্যে ঝগড়া বিবাদ মিটিয়ে দেয়া, প্রে’মের সস্পর্ক স্থাপন করে দেয়া থেকে শুরু করে সব ধরনের সমস্যার সমাধানের নামে তিনি নারীদের যৌ’ন হয়রানী ছাড়াও টাকা পয়সা হাতিয়ে নিতেন। কিন্তু মানসম্মানের ভ’য়ে কেউ তার বি’রুদ্ধে অ’ভিযোগ করতো না।

শনিবার শি’বগঞ্জ থা’নার আটমুল ইউনিয়নের চক কানু গ্রামের এক ব্যক্তির অ’ভিযোগের ভিত্তিতে পু’লিশ বাড়ি থেকে রুম্মান হাসানকে গ্রে’প্তারের পর তার আস্তানায় অ’ভিযান চালায়। এসময় সেখান থেকে মৃ’ত মানুষের মা’থার একটি খুলি, যৌ’ন উত্তেজক ওষুধ, যাদুর ঝুলি, বিভিন্ন সরঞ্জাম, তাবিজ কবজ উ’দ্ধার করে।

শি’বগঞ্জ থা’নার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইস’লাম জানান, গ্রে’প্তারের পর রোমানের বি’রুদ্ধে নারীদের যৌ’ন হয়রানীর অসংখ্য অ’ভিযোগ পাওয়া যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: