cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
বিয়ের মাধ্যমে সুযোগ বুঝে টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যেতেন স্ত্রী’। এরপরে বিরতি তারপর আবারো বিয়ে। এভাবে চার বছরে আটজন স্বামীর ঘর করেছেন ভা’রতের এক নারী। প্রতারণার দায়ে স্থানীয় পু’লিশের হাতে সম্প্রতি গ্রে’প্তার হয়েছেন তিনি। এরপর শারীরিক পরীক্ষায় ধ’রা পড়েছে, ওই নারী এইচআইভি/এইডসে আ’ক্রান্ত।
তবে তিনি কতদিন ধরে এই রোগ বয়ে বেড়াচ্ছেন তা নিশ্চিত নন। এ কারণে পু’লিশ ওই নারীর সাবেক স্বামীদের সঙ্গে যোগাযোগ করেছে। সব ঘটনা জানার পরে আতঙ্কে পড়ে গেছেন তার সাবেক স্বামীরা। সুস্থতা নিশ্চিত করতে তাদেরও মেডিক্যাল পরীক্ষা করাতে বলা হয়েছে।
বিয়ের আড়ালে এমন প্রতারণার ঘটনা অবশ্য ভা’রতে নতুন নয়। তবে প্রতারক কনের মাধ্যমে আর্থিক ক্ষতির পাশাপাশি প্রতারিতদের এইডসে আ’ক্রান্ত হওয়ার আশ’ঙ্কা এবারই প্রথম।
ভা’রতীয় পু’লিশ জানিয়েছে, ওই নারীর বাড়ি পাঞ্জাবে। বয়স ৩০। তিনি দুই সন্তানের মা। বিয়ে করে প্রতারণার ব্যবসা করছেন চার বছর ধরে। এ কাজে তার আরো তিন সহযোগী ছিলেন। পু’লিশ তাদেরও গ্রে’প্তার করেছে। পু’লিশের কাছে অ’প’রাধ স্বীকার করেছেন অ’ভিযু’ক্তরা।
কী’ভাবে বিয়ের মাত্র ১৫ দিনের মধ্যে বেরিয়ে আসতেন তা পু’লিশকে জানিয়েছেন ওই নারী। তিনি বলেছেন, অধিকাংশ ক্ষেত্রে পণের মা’মলার হু’মকিতেই কাজ হয়ে যেতো। তবে তাতে সুবিধা না হলে শ্বশুরবাড়ির লোকদের অচেতন করে অর্থ-স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যেতেন।
পু’লিশ জানিয়েছে, চার বছর আগে ওই নারীর স্বামী তাকে ছেড়ে চলে যান। এরপর থেকেই বিয়ে করে প্রতারণার ব্যবসা ফেঁদে বসেন তিনি।