cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সাতক্ষীরার তালায় ম’সজিদে নামাজরত অবস্থায় মোমিন গাজী (৫৮) নামের এক মু’সল্লি মৃ’ত্যুবরণ করেছেন। তিনি একই উপজে’লার জেয়ালা নলতা গ্রামের মৃ’ত ইব্রাহিম গাজীর ছে’লে।
শুক্রবার (২৭ আগস্ট) তালা উপজে’লার খেজুরবুনিয়া বাজারের জামে ম’সজিদ এই ঘটনা ঘটে।
মোমিনের ভাইপো শাহাবুদ্দিন বিশ্বা’স জানান, প্রতি জুমা’র ন্যায় শুক্রবার তালার খেজুরবুনিয়া বাজারের ম’সজিদে জুমা’র নামাজ পড়তে গিয়েছিলেন চাচা মোমিন গাজী (৫৮)। সেখানে সিজদারত অবস্থায় তিনি মৃ’ত্যুবরণ করেছেন।
ম’সজিদের মু’সল্লি রমজান শেখ বলেন, মোমিন ভাই প্রতি জুমায় খেজুরাবুনিয়া ম’সজিদে নামাজ পড়তে আসতেন। এই জুমায় তিনি আমা’র পাশে নামাজ পড়ছিলেন। প্রথমে চার রাকাত সুন্নাত নামাজের মধ্য দুই রাকাত নামাজ আদায় করার পরে তিনি আর সিজদা থেকে উঠেননি।
তাকে কোনো নড়াচড়া করতে না দেখে গায়ে হাত দিয়ে বুঝতে পারি তিনি মা’রা গিয়েছেন।