cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
খুলনায় মো. রোকনুজ্জামান (৩৬) নামে এক যুবককে একদিনে করো’নার দুই ডোজ টিকা দেয়ার অ’ভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা জেনারেল (সদর) হাসপাতাল টিকা কেন্দ্রে তার বাম হাতে দুটি টিকা দেন কর্তব্যরত দুই নার্স। তিনি বর্তমানে হাসপাতা’লেই ভর্তি। রোকনুজ্জামান কয়রা উপজে’লার সোনাই মোড়লের ছে’লে।
টিকা নেয়ার পর রোকনুজ্জামান বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে আমি টিকা দিতে চেয়ারে বসি। এক নার্স এসে আমাকে জিজ্ঞাসা করেন আমা’র হাই পেসার আছে কিনা। আমি বলি না। তিনি আমা’র বাম হাতে টিকা দিয়ে কাগজটা দেন। আমি বসেছিলাম। এক মিনিটও হয়নি। এরই মধ্যে আরেকজন নার্স এসে আমা’র বাম হাতে আবার টিকাভর্তি আরেকটি সিরিঞ্জ পুশ করেন। এ সময় আমা’র পাশে থাকা একজন বলেন, উনাকে আবার কেন টিকা দিলেন? তখন নার্সরা সদুত্তর দিতে পারেননি।’
তিনি অ’ভিযোগ করেন বলেন, ‘দুই ডোজ টিকা দেয়ার বিষয়ে আমি যখন জানতে চাই, তখন নার্সরা আমাকে হাসপাতাল থেকে বের হয়ে যেতে বলেন। বর্তমানে আমি টিকা কেন্দ্রের পাশের ৬ নম্বর বেডে আছি। শরীর বেশ দুর্বল লাগছে।’
এ বিষয়ে খুলনা সিভিল সার্জন নিয়াজ মোহাম্ম’দ বলেন, ‘আম’রা তো টিকা দিচ্ছি। এখন পর্যন্ত কোনো ভুল হয়নি। হাজার হাজার মানুষকে টিকা দিচ্ছি। একটা ভুল হলে হতে পারে। বিষয়টি আমা’র জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।’
নাম প্রকাশ না করা শর্তে খুলনা জেনারেল হাসপাতা’লের এক চিকিৎসক বলেন, ‘এটি বিচ্ছিন্ন ঘটনা। আজ টিকা কেন্দ্রে মানুষের চাপ ছিল। এক নার্স টিকা দেয়ার পরই আরেকজন এসে আরেকটি দিয়েছেন। টিকা নেয়া ব্যক্তি ভালো আছেন। দুই ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর তাকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়।’