cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
শি’শু জন্মের ২২ দিন পরও বুকে দুধ না আসায় অবসাদে, গভীর রাতে শি’শুটিকে পানিতে ফেলে হ’ত্যার পর অ’পহ’রণের নাট’ক সাঁজায় মা সাবিকুন্নাহার।ময়মনসিংহের তারাকান্দার বাসিন্দা সাবিকুন্নাহার রোববার (৮ আগস্ট) জে’লা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ’দালতের বিচারক দেওয়ান মনিরুজ্জামানের কাছে ১৬৪ ধারার জবানব’ন্দি দেন। জবানব’ন্দিতে শি’শু পুত্র সাঈমকে পানিতে ফেলে হ’ত্যার কথা এভাবে স্বীকার করেন তিনি। পরে আ’দালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।ময়মনসিংহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ’দালতের কোর্ট ইন্সপেক্টর প্রসূন কান্তি দাস সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার (৬ আগস্ট) দিবাগত রাত ৩ টার দিকে নবজাতককে বাড়ির পাশের পুকুরে ফেলে হ’ত্যা করে। ওই দিন বেলা ১২ টার দিকে পু’লিশ ঘটনাস্থলে গিয়ে শি’শুর মা সাবিকুন্নাহারকে জিজ্ঞাসাবাদের জন্য আ’ট’ক করে।পরে বিকাল ৫ টার দিকে ওই শি’শুর ম’রদেহ বাড়ির পাশের পুকুরে ভেঁসে উঠে।সে দিনই কথাবার্তায় অসংলগ্নতার কারণে পু’লিশ সাবি কুন্নাহারকে আ’ট’ক করে নিয়ে যায়। তারাকান্দা থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) আবুল খায়ের সাংবাদিকদের বলেন, সাবিকুন্নাহার রাত ৩টার দিকে নিজের শি’শুসন্তানকে বাড়ির পাশের
পুকুরের পানিতে ফেলে হ’ত্যা করেন। হ’ত্যার পর ঘটনা ধামাচাপা দিতে সাদা কাপড় পরা দুই নারী পানি খাওয়ানোর কথা বলে তার সন্তানকে নিয়ে গেছেন বলে দাবি করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদে কথাবার্তা অসংলগ্ন মনে হয়। এক পর্যায়ে স্বীকার করেন, জন্মের ২২ দিন পরও বুকে দুধ না আসায় অবসাদে ভুগে তিনি শি’শুটিকে হ’ত্যা করেন। এ ঘটনায় রোববার (৮ আগস্ট) দুপুরে সাঈমের বাবা হু’মায়ুন কবির তারাকান্দা থা’নায় অ’জ্ঞাতনামা ব্যক্তিকে আ’সামি করে মা’মলা করেন। পরে ওই মা’মলায় সাবিকুন্নাহারকে গ্রে’প্তার দেখানো হয়।