সর্বশেষ আপডেট : ১০ মিনিট ১০ সেকেন্ড আগে
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সীমান্তে আটক ৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

ভা’রত থেকে বাড়ি ফেরার সময় কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তের নো ম্যান্স ল্যান্ড থেকে ৫ বাংলাদেশি নারী-শি’শুকে আ’ট’ক করেছেছিল বিএসএফ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে আ’ট’কদের বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়।

আ’ট’ককৃতরা হলেন- বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার কা’মালপুর গ্রামের আব্দুর রহিমের ছে’লে আবুল কালাম (২৫), তার স্ত্রী’ শাহনাজ বেগম (২২), তার ছে’লে শাহ’জালাল (৫), একই উপজে’লার জকারহাট আমতলা গ্রামের ওমেদ আলীর স্ত্রী’ নুর জাহান বেগম (৩৫) ও তার ছে’লে নুর ইসাম (৭)।

আ’ট’ককৃতদের মধ্যে তিন জনের বি’রুদ্ধে বিনা পাসপোর্টে দেশে ঢোকার অ’প’রাধে মা’মলা করে থা’নায় সোপর্দ করেছেন বিজিবি। আর দুই শি’শুকে অ’ভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। আ’ট’ক ওই তিনজনকে রোববার জে’ল হাজতে পাঠিয়েছে পু’লিশ।

আ’ট’কের স্বজন বেলাল হোসেন জানান, দালালদের মাধ্যমে তারা সীমান্ত পার হয়ে ভা’রতের দিল্লিতে ইটভাটার কাজে যু’ক্ত হয়। সেখানে দীর্ঘদিন ধরে কাজ শেষে দালালদের মাধ্যমে কয়েকদিন ধরে দেশে ফেরার জন্য সীমান্তের অবস্থান করছিলেন। তারা পার হওয়ার সুযোগ না পাওয়ায় ভা’রতীয় ধাপড়াহাট ক্যাম্পের বিএসএফ সদস্যদের হাতে আ’ট’ক হয়।

শনিবার বিকেল ৫টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজে’লার কাশিপুর সীমান্তের আন্তর্জাতিক ৯৪২ নং মেইন পিলারের সন্নিকটে উভ’য়ের মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে ভা’রতের ধাপড়াহাট ১৯২ ব্যাটালিয়ন বিএসএফের ইন্সপেক্টর বিবেক মিলা ৫ বাংলাদেশিকে লালমনিরহাট ১৫ বিজিবি কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রমজান আলীর কাছে হস্তান্ত করে।

ফুলবাড়ী থা’নার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমা’র রায় জানান, পাঁচ বাংলাদেশিদের মধ্যে দুই শি’শুকে অ’ভিভাবকদের মাধ্যমে জিম্মায় ছেড়ে দেয়া হয়। অ’পর তিনজনকে রোববার কুড়িগ্রাম আ’দালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: