সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

এসি চালানো নিয়ে দ্বন্দ্বের জেরে মসজিদে তালা, মুসল্লিদের সড়কে নামাজ আদায়

এসি চালানো নিয়ে খাদেম ও মু’সল্লিদের মধ্যে বিরোধের জের ধরে ম’সজিদের বাইরের মূল গেটে তালা লাগানোর ঘটনা ঘটেছে। নামাজের সময় পেরিয়ে যাওয়ার পরও তালা না খোলায় অর্ধশতাধিক মু’সল্লি সড়কে নামাজ আদায় করেছেন। এ ঘটনায় মু’সল্লিদের মধ্যে উত্তে’জনা বিরাজ করছে।

খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত মু’সল্লিদের শান্ত করেন। গতকাল মঙ্গলবার রাতে এশার নামাজের সময় রাজশাহীর বাঘা উপজে’লা চত্বরের ম’সজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজে’লা চত্বরের ম’সজিদের খাদেম ও মু’সল্লিদের মধ্যে এসি চালানো নিয়ে দ্বিমত সৃষ্টি হয়। এ নিয়ে খাদেম মূল গেটে তালা লাগিয়ে রাখেন। গতকাল রাতে এশার নামাজের আজান হলে মু’সল্লিরা ম’সজিদে নামাজ আদায় করতে গিয়ে দেখেন গেটে তালা মা’রা। এক এক করে প্রায় অর্ধশতাধিক মু’সল্লি ওই গেটের সামনে অবস্থান নেন। শেষ পর্যন্ত গেট না খুলে দেওয়ায় মু’সল্লিরা বাধ্য হয়ে তালা লাগানো গেটের সামনের সড়কে নামাজ আদায় করেন।

সড়কে নামাজ আদায়কারী ই’মাম নজরুল ইস’লাম বলেন, ‘আম’রা প্রতিনিয়ত উপজে’লা চত্বরের ম’সজিদে নামাজ আদায় করি। গতকাল সেখানে মাগরিবের নামাজও আদায় করেছি। কিন্তু এশার নামাজের সময় দেখি মূল গেটে তালা। এশার নামাজের সময় পার হয়ে যাচ্ছিল। কিন্তু তালা খুলে দেওয়া হচ্ছিল না। আম’রা প্রতিবাদস্বরূপ তালা লাগানো গেটের সামনের সড়কে এশার নামাজ আদায় করেছি।

এসি চালানো নিয়ে খাদেম আশরাফুল ইস’লামের সঙ্গে মু’সল্লিদের দ্বিমত সৃষ্টি হওয়ার কারণে গেটে তালা লাগিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ম’সজিদ কমিটির সাধারণ সম্পাদক উপজে’লা ভা’রপ্রাপ্ত মৎস্য কর্মক’র্তা আমিরুল ইস’লাম বলেন, ‘ম’সজিদের গেট বন্ধ রাখার কোনো নির্দেশনা নেই। নিরাপত্তার কারণে বন্ধ রাখা হয়। তবে গেটের চাবির দায়িত্বে থাকেন নৈশপ্রহরী। তার আসতে দেরি হওয়ায় কিছু মসল্লিকে উসকানি দিয়ে এমন কাজ করানো হয়েছে।’

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান বলেন, ‘এক ব্যক্তি নিয়মিত উপজে’লা চত্বরে ব্যক্তিগত গাড়ি রাখেন। নিরাপত্তার জন্য উপজে’লা চত্বরের মূল গেটে তালা লাগানো থাকার কারণে এ গাড়ি বের করতে পারছিলেন না তিনি। কোনো কারণবশত নৈশপ্রহরীর তালা খুলে দিতে দেরি হওয়ায় মু’সল্লিদের উসকে দিয়ে এমন কাজ করিয়েছেন তিনি।

উপজে’লা প্রশাসনের নিরাপত্তার জন্য গেটে তালা লাগিয়ে রাখাটা স্বাভাবিক। এমন দাবি করে সহকারী কমিশনার বলেন, ‘যারা মু’সল্লিদের উসকে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল, তারা কাজটি ঠিক করেননি।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নির্বাচনী এলাকা বাঘা। সড়কে নামাজ আদায় নিয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে তিনি লেখেন, ‘এটি নিয়ে পানি ঘোলা করার কোনো সুযোগ নেই। রাতের বেলা ম’সজিদের এসি নষ্ট হয়েছে। লকডাউনের মধ্যে এতগুলো এসি দ্রুত সারানো যায়নি। সেটি নিয়ে কেউ কেউ উত্তে’জনা সৃষ্টি করেছেন। ধৈর্য ধারণ আমাদের ধ’র্মের একটি বড় দিক; এটি ভুলে গেলে চলবে না। আর কারা এ রকম পরিস্থিতিতে উসকানি দিচ্ছে, আম’রা তা জানি। একটা রাজনৈতিক দলের স্থানীয় প্রধান হিসেবে তোমা’র দায়িত্ব হলো পরিস্থিতি বুঝে সেটি সামাল দেওয়া এবং সময়মতো যারা দায়ী তাদের চিহ্নিত করা। যাই হোক এ রকম পরিস্থিতির যেন সৃষ্টি না হয় সেটি দেখবে আশা করি।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: