cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে গুজব ছড়ানোর অভিযোগে সিলেটে ‘ভুয়া সাংবাদিকসহ’ ৭ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
রোববার (২৫ জুলাই) সিলেটের পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার।
র্যাব জানায়, গত ২২ জুলাই সিলেট ক্যান্টনমেন্টের ১৭ তলাবিশিষ্ট একটি ভবনে আগুন লেগেছে বলে ফেসবুকে গুজব ছড়ায়। এরই ধারাবাহিকতায় গত ২২ জুলাই নিয়মিত সাইবার পেট্রোলিং এর সময় র্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ান-৯ সিলেটের সাইবার মনিটরিং টিম ‘মুরাদপুর আর্মি ক্যাম্পে আগুন’ শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা গুজবের প্রচারণা দেখতে পায়। তৎক্ষণাৎ র্যাব-৯ এর সাইবার মনিটরিং টিম র্যাব ফোর্সেস সদর দপ্তরের সহায়তায় উক্ত গুজবের ব্যাপারে অনুসন্ধান শুরু করে। অতি অল্প সময়ের মধ্যে র্যাব-৯ তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও অনুসন্ধান সাপেক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা গুজবের প্রচারণার দায় তাদেরকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। রোববার ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে ভুয়া সাংবাদিকসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
এদিকে সিলেটে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ১৬ তলা বিল্ডিংয়ে আগুনের গুজব রটনাকারী ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে র্যাব-৯। এ ঘটনায় অভিযান চালিয়ে এজহার নামীয় ৬ জনসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, সিলেট জেলার গোলাপগঞ্জ থানার তুরুগাঁও এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মো. আশফাকুর রহমান (৩২), বর্তমানে এসএমপির কোতয়ালী থানার মেন্দিবাগ নোয়াগাঁও এলাকার বাসিন্দা। সিলেট মেট্রোপলিটন এলাকার শাহপরান (রহ.) থানার পীরের চক গ্রামের মৃত উস্তার আলীর ছেলে আলা উদ্দিন আলাল (৭৪), সিলেট জেলার গোলাপগঞ্জ থানার মজিদপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রেজা হোসাইন (২০), সিলেট জেলার গোলাপগঞ্জ থানার আওই বানীগ্রামের মৃত মোবারক আলীর ছেলে সোহেল আহমদ (২৬), সিলেট জেলার গোলাপগঞ্জ থানার বাঘীরঘাট এলাকার মৃত আশাব আলীর ছেলে আবুল কাশেম (৩৫), সিলেট মেট্রোপলিটন এলাকার মোগলাবাজার থানার কুচাই গ্রামের ইউনুছ আলীর ছেলে রাজন আহমদ (২৮), সিলেট মেট্রোপলিটন এলাকার এয়ারপোর্ট থানার আটপিয়ারি গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোক্তার হোসেন মান্না (২৮)।
গ্রেপ্তারকৃতদের ডিজিটাল নিরাপত্তা আইনে আটক করে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান (রহ.) থানায় প্রেরণ করা হয়েছে।