cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
মেসি আন্তর্জাতিক ফুটবল তারকা। সর্বকালের সেরা ফুটবলারদের একজন। সেই লিওনেল মেসিই কি না ভা’রতের মুর্শিদাবাদের একটি বিড়ি সংস্থার প্রধান মুখ! এমনই ছবি ভাই’রাল সামাজিক যোগাযোগমাধ্যমে। ভা’রতের স্থানীয় গণমাধ্যমের খবরে এমনটিই জানা গেছে।
মা’রাকানায় কোপা আ’মেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে দেয় আর্জেন্টিনা। অ্যানহেল ডি মা’রিয়ার এক মাত্র গোলে ‘সাউথ আ’মেরিকান ক্লাসিকো’ জিতে নেয় লা আলবিসেলেস্তে। এরপরই বাজারে আসে ‘মেসি বিড়ি’র। বিক্রিও বাড়ে। এমনটাই দাবি টুইটারে একাংশের। ভাই’রাল হয়ে যায়, সেই মেসি বিড়ির ছবিও।
ভা’রতের স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, দেশটির মুর্শিদাবাদের ধুলিয়ান জে’লার এক বিড়ি প্রস্তুতকারী সংস্থা তাদের প্যাকে’টে ব্যবহার করছে মেসির নাম ও ছবি। সেই ছবি টুইটারে দেখা যেতেই এক রসিক নেটিজেন বলেন, ‘ভা’রতে এটাই মেসির প্রথম বিজ্ঞাপন।’ কেউ আবার লেখেন, ‘কো’পা জিতেই বিজ্ঞাপন পেয়ে গেলেন মেসি। দারুণ সাফল্য।’ কারও মতে, ‘ফাইনালে ব্রাজিলকে হারিয়ে কো’পায় চ্যাম্পিয়ান হয় মেসি-র আর্জেন্টিনা। তারপরই অনুমোদন পেয়েছে এই ব্র্যান্ডের বিড়ি’।
ছয় বারের ব্যালন ডি’অর জয়ী মেসি। একাধিক ব্যক্তিগত সাফল্য, বার্সেলোনার হয়ে একাধিক ট্রফি, আন্তর্জাতিক মঞ্চে আর্জেন্টিনার হয়ে কো’পা জয়ের পর এমন কা’ণ্ডে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। কেউ কেউ আবার প্রশ্ন করেছেন, ‘মেসি জানেন তো?’ একজন লেখেন, ‘ভা’রতেই এমন কা’ণ্ড সম্ভব।’ সূত্র: আনন্দবাজার, জিনিউজ।