cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সিলেটের হযরত শাহ জালাল (রহ.)মাজারে একদিকে চলছে শুটিং অন্যদিকে চলছে একটি সিনেমা’র শুটিং।
মঙ্গলবার(১৫জুন) যোহরের নামাজ চলাকালে হযরত শাহ জালাল (রহ.)মাজারে উঠানে ‘রিতিকা’ নামে একটি সিনেমা’র শুটিং চলতে দেখা যায়। এসময় দরগাহ ম’সজিদে নামাজ চলছিল। শুটিং হচ্ছে শুনে চারদিক থেকে ছুটে এসে ভিড় করতে থাকেন লোকজন। ছবিটিতে চিত্র নায়িকা পূজা চেরিসহ আরও অনেকেই অ’ভিনয় করছেন বলে জানা গেছে।
দরগাহ নামাজ পড়া কিছু মু’সল্লিরা বলেন, পবিত্র একটি স্থানে এভাবে সিনেমা’র শুটিং চলে কিভাবে? আর কর্তৃপক্ষ কিভাবে শুটিংয়ের অনুমতি দেন। তাছাড়া এখানে নামাজ চলছে আর উনারা সিনেমা’র শুটিং করছেন কেমন হচ্ছে বিষয়টি।
এ ব্যাপারে দরগাহর মোতাওয়াল্লি ফতেহ উল্লাহ আল আমান বলেন, বাংলাদেশ চলচ্চিত্র সমিতি থেকে অনুমতি নেওয়া হয়েছে। অনুমতি নিয়ে এখানে সিনেমা’র শুটিং চলছে । কোনো ধরণের সমস্যা হচ্ছে না।
তবে কোতোয়ালী মডেলে থা’নার ওসি এসএম আবু ফরহাদ বলেন, সিনেমা’র শুটিংয়ের ব্যাপারে আমা’র জানা নেই। আমাদের কাছ থেকে কোনো ধরণের অনুমতি নেওয়া হয়নি। মাজার কৃর্তপক্ষ অনুমতি দিলে আমা’র জানা নেই।