cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
এক বছর পূর্বে সিলেটের আকাশে নেমে এসেছিল ঘনঘটা আধার। সিলেটে হারিয়েছিল তার অ’ভিভাবককে । পুরো নগর জুড়ে নেমে এসেছিল শোকের ছায়া। হঠাৎ করেই সবার মাঝ থেকে হারিয়ে গেলেন খ্যাতিমান নেতা বদর উদ্দিন কা’ম’রান
করো’না সাথে যু’দ্ধ করে একটা সময় ক্লান্ত হয়ে ২০২০ সালের ১৫ জুন আনুমানিক ৩ ঘটিকার সময় সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান মহীয়সী এই নেতা। পুরো নগর বাসীর আঙ্গিনায় নতুন এক শূন্যতা তৈরি হয় সেদিন। আজ তার চলে যাওয়ার এক বছর পূর্ণ হলো।
গণমানুষের এই নেতা প্রত্যেকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন অনায়াসে। তাই তো পুরো নগর বাসী বলতেন কাতরান জনতার নেতা। প্রয়াত বদর উদ্দিন আহম’দ কাতরান ছিলেন আওয়ামীলীগের লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য। এক যুগের বেশি সময় ধরে রাজনীতি করা বদর উদ্দিন কা’ম’রান ছিলেন সিলেটের রাজনীতির একটি অবিচ্ছেদ্য অংশ।
প্রত্যেকটা সময় অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। যে কোন বিপদ কিংবা ত্রাণ নিয়ে সবার আগে থাকতেন এই মহীয়সী নেতা। সেই নেতাকে এক বছর আগে হারিয়ে এখন সিলেট শোকে কাতর।
প্রথমে প্রয়াত কা’ম’রানের স্ত্রী’ করো’নায় আ’ক্রান্ত হয়েছিলেন করো’না ভাই’রাসে। স্ত্রী’র সংস্প’র্শে থেকে তিনিও আ’ক্রান্ত হয়েছিলেন। নিজের প্রার্থনায় সব সময় স্ত্রী’র রোগ মুক্তি চেয়ে ছিলেন। ভাগ্যের নি’র্মম পরিহাস তাকেই হার মানতে হল করো’নার কাছে।
গণমানুষের এই নেতাকে কখনো নগরবাসী ভুলবে না। মানুষের হৃদয়ে অম্লান হয়ে থাকবেন এই নেতা।