সর্বশেষ আপডেট : ১৭ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

জৈন্তাপুরে ধ’র্ষণ মা’মলার আ’সামি শ্রীমঙ্গলে গ্রে’প্তার, দায় স্বীকার

সিলেটের জৈন্তাপুরে ধ’র্ষণ মা’মলার আ’সামি এনাম আহমেদ (২৮)কে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে গ্রে’প্তার করেছে পু’লিশ। তথ্য প্রযু’ক্তির সহায়তায় শুক্রবার (২১ মে) ভোররাতে জৈন্তাপুর মডেল পু’লিশ তাকে গ্রে’প্তার করে।

বিষয়টি স্বীকার করেছেন জৈন্তাপুর থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা গো’লাম দস্তগির আহম’দ।

তিনি জানান- গ্রে’প্তারের পর আজ তাকে বিজ্ঞ আ’দালতে হাজির করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। এছাড়া সে একাধিক ধ’র্ষণের ঘটনায় জ’ড়িত বলেও স্বীকার করে।

ঘটনা স’ম্পর্কে পু’লিশ জানায়- জৈন্তাপুরের গৌরিশংকর গ্রামের এক মে’য়ের সাথে একই উপজে’লার রুপচেং গ্রামের ফজু মিয়ার ছে’লে এনাম আহমেদ (২৮) এর প্রে’মের স’ম্পর্ক গড়ে উঠে। স’ম্পর্ক চলাকালীন এনাম বিভিন্ন সময় ওই মে’য়েকে নিয়ে বিবাহের প্রলো’ভন দেখিয়ে তার আত্মীয়ের বাড়ীতে নিয়ে একাধিকবার ধ’র্ষণ করে। এতে মে’য়েটি গর্ভবতী হয়ে গেলে আ’সামি বিয়ের আশ্বা’সে গর্ভপাত ঘটায়। এর মাঝেই এনাম একই গ্রামের অন্য আরেকটি মে’য়েকে নিয়ে অন্যত্র পালিয়ে যায়।

এর প্রেক্ষিতে মে’য়েটি বাদী হয়ে জৈন্তাপুর মডেল থা’নায় একটি ধ’র্ষণ মা’মলা দায়ের করেন। মা’মলার পর থেকে আ’সামি এনাম আহমেদ পলাতক ছিল।

পরে সিলেটের পু’লিশ সুপার মোহাম্ম’দ ফরিদ উদ্দিন পিপিএম এর দিক নির্দেশনায় তথ্য প্রযু’ক্তির সহায়তায় সাঁড়াশি অ’ভিযান চালিয়ে শুক্রবার ভোররাতে শ্রীমঙ্গল থেকে পু’লিশ তাকে গ্রে’প্তার করে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

 

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: