cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ভা’রতে হিন্দু-মু’সলমানসহ বিভিন্ন ধ’র্মের মানুষের বাস। প্রায়ই দেশটিতে ধ’র্মীয় সহিং’সতার খবর পাওয়া যায়। তবে হিন্দু-মু’সলিম আন্তঃধ’র্মীয় সম্প্রীতির কথাও উঠে আসে প্রায়ই। বিশেষ করে এই করো’না মহামা’রিতে অনেকেই ধ’র্মীয় ভেদাভেদ ভুলে একে অ’পরের পাশে দাঁড়াচ্ছেন। সর্বশেষ এমনটি একটি ঘটনা ঘটেছে কেরালার একটি হাপসাতা’লে। করো’নায় আ’ক্রান্ত মৃ’ত্যু পথযাত্রী এক মু’সলিমকে কালেমা পড়ে শোনালেন চিকিৎসক রেখা কৃষ্ণা।
করো’নার দ্বিতীয় ঢেউতে বিপর্যস্ত ভা’রত। সংক্রামক এই রোগ থেকে বাঁচতে আ’ক্রান্তদের থাকতে হচ্ছে আইসোলেশনে। সেক্ষেত্রে কিছুদিনের জন্য হলেও পরিবারের সদস্যদের সঙ্গে শারীরিক দূরত্ব তৈরি হচ্ছে। মৃ’ত্যু পথযাত্রীর সঙ্গেও শেষ দেখা করার সুযোগ পাচ্ছেন না পরিবারের লোকজনেরা। ওই সময় চিকিৎসকরাই একমাত্র ভরসা রোগীদের। তাই মু’সলিম রোগীর জীবনের শেষ মুহূর্তে ধ’র্মের ভেদাভেদ ভুলে হিন্দু চিকিৎসকের এমন আচরণের অনেকেই প্রশংসা করছেন।
কেরালার পলাক্করের পতম্বির সেবানা হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি হয়েছিলেন করো’নায় আ’ক্রান্ত এক মু’সলিম নারী। ওই হাসপাতা’লেরই চিকিৎসক রেখা কৃষ্ণা। তিনিই ওই নারীর চিকিৎসা করছিলেন। আইসিইউতে ছিলেন রোগী। তবে কিছুতেই তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না। চিকিৎসক বুঝতে পারছিলেন ওই করো’না রোগীকে কোনোভাবেই সুস্থ করে তোলা সম্ভব নয়। স্বজনদেরও সেকথা জানিয়েছিলেন তিনি। কিন্তু করো’না আ’ক্রান্ত হওয়ায় ওই নারীর সঙ্গে আত্মীয়দের কেউই দেখা করতে পারছিলেন না।
একদিন রেখা বুঝতে পারেন রোগীর নাড়ির স্পন্দন ধীর হচ্ছে। ঠিকমতো নিঃশ্বা’স নিতেও পারছেন না। সেই সময় রোগীর কানের কাছে গিয়ে আস্তে আস্তে কালেমা পড়তে থাকেন ওই চিকিৎসক। রেখা দেখেন কলমা পড়ামাত্রই রোগী গভীর শ্বা’স নেন। তারপরই মৃ’ত্যু হয় তার।
রেখা কৃষ্ণা বলেন, ‘আমা’র দুবাইতে বেড়ে ওঠা। তাই ইস’লাম ধ’র্ম স’ম্পর্কে আমি কমবেশি জানি।’ আর এ কারণেই মৃ’ত্যু পথযাত্রী করো’না রোগীর কানে কালেমা পড়ে শুনিয়েছিলেন তিনি। সূত্র: সংবাদ প্রতিদিন