সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে এসইউজে’র অবস্থান কর্মসূচী


দৈনিক প্রথম আলোর জৈষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা
ইসলামের মুক্তি ও মামলা প্রত্যাহারসহ তাকে হেনস্থাকারী দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে সারাদেশে সাংবাদিকদের অবস্থান কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে অবস্থান কর্মসূচী পালন করেছে সিলেট সাংবাদিক ইউনিয়ন-(এসইউজে)। বুধবার (১৯ মে) বিকেল ৪টায় নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ অবস্থান কর্মসূচী পালন করা হয়।

সিলেট সাংবাদিক ইউনিয়নের (এসইউজে) আহবায়ক লিয়াকত শাহ ফরিদীর সভাপতিত্বে ও সাংবাদিক মতিউল বারী চৌধুরীর খুরশেদের পরিচালনায় অবস্থান কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন- দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিনিয়র সাংবাদিক ও সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ, যমুনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন, দৈনিক একাত্তরের কথা’র নির্বাহী সম্পাদক মঈন উদ্দিন, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার ফয়ছল আহমদ বাবলু,
সাংবাদিক মোহাম্মদ মহসীন, শফিকুল ইসলাম শফি, নুরুল হক শিপু, ইউসুফ আলী, মোস্তাফিজুর রহমান রোমান।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মহসীন, প্রথম আলোর সিলেট ব্যুরো প্রধান উজ্জ্বল মেহেদী, মামুন হাসান, শাব্বীর আহমদ ফয়েজ, সাদিকুর রহমান সাকী, এ এইচ আরিফ, সৈয়দ রাসেল, সুমনকুমার দাশ, আনিস মাহমুদ, সজল ঘোষ, মাইদুল রাসেল, এসএম রফিকুল ইসলাম সুজন, রবি কিরণ সিংহ (মাইস্নাম রাজেশ), শংকর দাস, কাইয়ুম আল রনি, মো. ওলিউর রহমান, আশরাফ চৌধুরী রাজু, মো. শাহীন আহমদ, শেখ মো. লুৎফুর রহমান, মো. সুলতান সুমন, ইয়াহ্ইয়া মারুফ, রাশেদুল হোসেন সোয়েব, মো. একরাম হোসেন, রাহুল তালুকদার পাপ্পু, দিব্য জ্যোতি সী, মিঠু দাস জয়, মামুন হোসেন, ভবরঞ্জন মৈত্র বাপ্পা, আতিকুর রহমান নগরী, মৃণাল কান্তি দাস, মোখলেছুর রহমান, সোহাগ আহমদ প্রমুখ।

অবস্থান কর্মসূচী চলাকালে এসইউজে’র নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনে গিয়ে সচিবালয়ে ঘণ্টার পর ঘণ্টা যে ভাবে রোজিনা ইসলাম হেনস্তার শিকার হয়েছেন তা উদ্বেগজনক এবং স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। এর মাধ্যমে বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি প্রদান ও হেনস্তাকারীদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: