cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
মা’থাব্যথা খুবই সাধারণ একটি সমস্যা। যা যেকোনো বয়সীদেরই হতে পারে। মা’থাব্যথা নানা কারণেই হয়ে থাকে। তবে সবসময় মা’থাব্যথাকে সাধারণ মনে করাটাও বোকা’মি। কারণ ব্রেইন ক্যান্সারের অন্যতম একটি লক্ষণ হচ্ছে মা’থাব্যথা। তাইতো সাধারণ মা’থাব্যথা ভেবে বিষয়টিকে এড়িয়ে যাওয়া মোটেও সঠিক নয়।
কারণ দেরি হয়ে গেলে, প্রাথমিক অবস্থায় ক্যান্সারের বিষয়টি সনাক্ত করা যায় না। এজন্যই দীর্ঘদিন ধরে মা’থাব্যথার সমস্যায় ভুগে থাকলে হেলাফেলা না করে বরং দ্রুত চিকিৎসকের শরনাপন্ন হওয়া।
শি’শুদের ক্ষেত্রেও কিন্তু ব্রেন ক্যান্সার হতে পারে। শি’শুদের যেসব ক্যান্সার হয়, তাদের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে মস্তিষ্কে ক্যান্সার। সাড়ে ছয় বছরের শি’শুদের মধ্যে এ ধরনের ক্যান্সারের হার বেশি। এছাড়াও মে’য়ে শি’শুদের তুলনায় ছে’লেদের মধ্যে এ ধরনের ক্যান্সার আ’ক্রান্তের সংখ্যা বেশি। তাই শি’শুরা মা’থাব্যথার কথা বললে, তা কখনো উপেক্ষা করবেন না।
ব্রেন ক্যান্সার কী’? ভা’রতীয় নিউরোলজিস্ট ডা. আয়ুশ পান্ডের মতে, ব্রেন ক্যান্সার হলো কোষগুলোর একটি অনিয়ন্ত্রিত বিভাগ। যার ফলে মস্তিষ্কের মধ্যে একটি অস্বাভাবিক বৃদ্ধি ঘটে। সব ব্রেন টিউমা’র ব্রেন ক্যান্সারে বর্ধিত হয় না।
ব্রেন ক্যান্সার দুই ধরনের হতে পারে- বিনাইন (ক্যান্সারবিহীন) এটি নিম্ন শ্রেণির চিকিৎসার পর সেরে যায়। অন্যটি হলো মালিগন্যান্ট (ক্যান্সারযু’ক্ত) এটি উচ্চ শ্রেণির। মস্তিষ্কের মধ্যে সৃষ্ট হয় এবং শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে এবং মস্তিষ্কে ছড়িয়ে যায়। তবে ব্রেন ক্যান্সারের স্থান এবং বৃদ্ধির হার নির্ধারণ করে স্নায়বিক পদ্ধতির ক্রিয়ার ওপর।
মা’থাব্যথা ছাড়াও ব্রেন ক্যান্সার হলে কিছু লক্ষণ দেখা দেয়
একেকজনের ক্ষেত্রে ভিন্ন লক্ষণ প্রকাশ পায়। এটি নির্ভর করে মস্তিষ্কের যতটা অংশ প্রভাবিত হয়েছে তার ওপর।
>> প্রায়ই ব্রেন ক্যান্সারের প্রথম উপসর্গ হয় এবং হালকা, তীব্র, স্থির অথবা থেমে-থেমে হতে পারে।
>> কথা বলতে অ’সুবিধা হবে।
>> খিঁচুনি।
>> বমি বমি ভাব, ঝিমুনি এবং বমি।
>> শরীরের একপাশে দুর্বলতা অথবা অসাড়তা ক্রমাগত বাড়া।
>> শব্দগুলো মনে রাখার অ’সুবিধার মত মানসিক সমস্যা।
>> ভা’রসাম্য হা’রানো।
>> দৃষ্টি, শ্রবণ, গন্ধ অথবা স্বাদ নষ্ট হওয়া।
>> পা ফুলে যাওয়া।
>> শরীরের আকারে অস্বাভাবিক পরিবর্তন ইত্যাদি।
ব্রেন ক্যান্সার যে কারণে হতে পারে
যদিও ব্রেন ক্যান্সারের কারণগুলো অজানা এবং অনির্দিষ্ট। তবে বেশ কিছু ঝুঁ’কির বিষয় ব্রেন ক্যান্সারের সঙ্গে যু’ক্ত থাকে। যেমন-
>> বয়সের সঙ্গে ব্রেন ক্যান্সারের ঝুঁ’কি বাড়ে।
>> ক্যান্সারের পূর্ববর্তী ইতিহাস আছে এমন শি’শুদের মধ্যে পরের জীবনে ব্রেন ক্যান্সার বাড়ার একটি সর্বাধিক ঝুঁ’কি রাখে।
>> লিউকিমিয়ার রোগীদের ব্রেন ক্যান্সার বৃদ্ধি পাওয়ার সর্বাধিক ঝুঁ’কি আছে।
>> কিছু জন্মগত ত্রুটির কারণেও ব্রেন ক্যান্সারের ঝুঁ’কি বৃদ্ধি পায়।