cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
বরযাত্রার সময় উচ্চস্বরে গান বাজিয়ে বর নাচানাচি করায় দুটি বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছেন একজন কাজি। এমন ঘটনা ঘটেছে ভা’রতেরে উত্তরপ্রদেশে। মা’ওলানা ক্বারি সুফিয়ান বলেছেন, আজানের সময় হওয়ায় আমি দুই বরের পরিবারকে গান বন্ধ করতে বলেছিলাম। কিন্তু তারা আমা’র কথা শোনেনি।
ক্বারি সুফিয়ান বলেন, আমি দেখলাম গানের তা’লে তা’লে গাড়ির ওপর উঠে নাচছে ওই দুই বর। তারা একই ভেন্যুতে দুই বোনকে বিয়ে করতে যাচ্ছিল। যখন তারা আমা’র কথা শুনেও থামেনি, তখন আমি তাদের পরিবারকে জানাই যে, আমি বিয়ে পড়াতে পারবো না।
বরযাত্রীরা দিল্লির জগৎপুর থেকে উত্তরপ্রদেশের শ্যামলি যাচ্ছিলেন। তবে ক্বারি সুফিয়ান বিয়ে পড়াতে অস্বীকৃতি জানানোর পর ওই দুই পরিবার আরেকজন কাজি খুঁজে বের করেন। পরে অল্প সময়ের মধ্যে বিয়ে সম্পন্ন করা হয়।
এ নিয়ে পরদিন পঞ্চায়েতে বৈঠকও বসে। সেখানে এ বিষয়ে আলোচনা করা হয়। কিছু বয়স্ক গ্রামবাসী বলেন, তারা মনে করেন যে বিয়ে পড়াতে না চাওয়ার মধ্য দিয়ে ভুল করেছেন ওই কাজি। আবার কেউ কেউ বলেছেন, তিনি মোটেও ভুল করেননি। কারণ গানের তা’লে তা’লে নাচা ইস’লামে নিষিদ্ধ এবং মানুষের সীমা’র মধ্যে থাকা উচিত।