সর্বশেষ আপডেট : ২১ ঘন্টা আগে
শুক্রবার, ১৭ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

লাঠি হিসেবে ব্যবহারের জন্য সরকার পুলিশকে অস্ত্র দেয়নি: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজি) ড. বেনজীর আহমেদ বলেছেন, সরকার লাঠি হিসেবে ব্যবহারের জন্য আমাদের অস্ত্র দেয়নি। কেউ গুলি করলে আমরা তো বসে থাকতে পারি না।

বুধবার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নবনির্মিত ভবন উদ্বোধনকালে কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত জকিরসহ তিনজন নিহতের ঘটনার প্রসঙ্গে এ কথা বলেন তিনি।

বেনজির বলেন, ‘আর্মড গ্যাং আমাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করলেই আমরা সরকারি অস্ত্র ব্যবহার করবো।’

রাজারবাগ পুলিশ হাসপাতালে সাধারণ মানুষও চিকিৎসা নিতে পারবেন জানিয়ে আইজিপি বলেন, ‘নতুন ভবনের ফলে শয্যা সংখ্যা ২৫০ থেকে বেড়ে ১১০০ হয়েছে। মোট জনবল ৮০০ ও চিকিৎসক রয়েছেন দেড় শতাধিক। নতুন ভবনের কারণে আইসিইউ, সিসিইউ এবং এসডিইউ সুবিধাও বৃদ্ধি পাবে।’

হাসপাতালটিকে একটি পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরের চেষ্টা করা হয়েছে উল্লেখ করে বেনজির বলেন, ‘এ হাসপাতালে ক্যানসার বাদে বাকি সব ধরনের রোগের চিকিৎসা ব্যবস্থা থাকছে। কয়েকটি দেশের বিখ্যাত কিছু হাসপাতালের সঙ্গে চিকিৎসা সংক্রান্ত চুক্তি করা হয়েছে।’

পুলিশ প্রধান বলেন, ‘নতুন ভবনটি জরুরি বিভাগ ভবন নামে পরিচিত হবে। যেখানে অত‍্যাধুনিক জরুরি ব‍্যবস্থাপনা, লাশ সংরক্ষণ, অর্থোপেডিক সার্জারি, মেডিসিন, আধুনিক ডেন্টাল চিকিৎসা, চোখ, নাক-কান-গলার সর্বাধুনিক যন্ত্রপাতি, কার্ডিওলজি-সিসিইউ, আইসিইউ এইসডিইউ ছাড়াও রয়েছে ক‍্যান্টিন ও লাইব্রেরি।’

‘এরপর বিভাগীয় এবং জেলা হাসপাতালগুলো যেখানে আছে সেসবের সুযোগ সুবিধা বৃদ্ধি করার চেষ্টা করা হবে। আর পুরো প্রক্রিয়াটি প্রধানমন্ত্রীর কারণেই হয়েছে। সরকার অনুমোদন করলে অবশ্যই এটি মেডিকেল কলেজ করা হবে। একটি পূর্ণাঙ্গ হাসপাতালের জন্য মেডিকেল কলেজও প্রয়োজন’-যোগ করেন আইজিপি। সূত্র : বাংলাদেশ জার্নাল

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: