cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সীমান্তের পাশে জমিতে বোরো ধানের চারা রোপণ করার সময় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজে লার বেতনা সীমান্তে শাহা আলম (১৭) নামে এক কি শোরকে বেধড়ক মা রপিট করার অ ভিযোগ উঠেছে। এঘটনার পর ওই কি শোরকে ‘মৃ ত’ ভেবে সীমান্তের পাশে ফেলে যায় ভা রতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে হরিপুর উপজে লার বেতনা সীমান্তের ৩৬৭ পিলারের কাছে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বেতনা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হাবিব। ভা রতের কোয়ালিঘর ক্যাম্পের বিএসএফ সদস্যরা এমন পাশবিক নি র্যা তন চালিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি নিয়ে পতাকা বৈঠক করার জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।
আ হত শাহা আলম হরিপুর উপজে লার মানিকখাড়ী গ্রামের মো. নজরুল ইস লামের ছে লে। তিনি বর্তমানে হরিপুর উপজে লা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
হরিপুর উপজে লা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। শরীরে বিভিন্ন ধরনের আ ঘাতের চিহ্ন রয়েছে।
আ হত কি শোরের বাবা নজরুল ইস লাম জানান, সকালে সীমান্তের ৩৬৭ নং পিলারের কাছে নিজের জমিতে বোরো ধানের চারা রোপণ করছিল শাহা আলম। দুপুরে হঠাৎ কোয়ালিঘর ক্যাম্পের বিএসএফ’র সদস্যরা এসে তাকে তুলে নিয়ে কাঁ টাতারের কাছে পাশবিক নি র্যা তন চালায়। নি র্যা তনের কারণে শাহা আলম অ জ্ঞান হয়ে গেলে মৃ ত ভেবে ফেলে চলে যায় বিএসএফ সদস্যরা।
স্থানীয়রা খবর দিলে আম রা সকলে গিয়ে শাহা আলমকে উ দ্ধার করে হাসপাতা লে ভর্তি করি। ছে লের নি র্মমভাবে নি র্যা তনের বিচারের পাশাপাশি সীমান্তে নিরাপত্তার সাথে কৃষি কাজ করার নিশ্চয়তা দাবি করেছেন নজরুল ইস লামসহ স্থানীয় কৃষকরা। এ বিষয়ে জানতে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শহিদুল ইস লামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।