সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেটে হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের বাড়ি বাড়ি যাচ্ছেন ম্যাজিস্ট্রেট

সিলেটে হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। শনিবার হোম কোয়ারেন্টিনে থাকা বিদেশফেরত ৮৭ জনের বাড়িতে যান নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সিলেট জেলা প্রশাসনের কর্মকর্তারা। তবে এদের মধ্যে ৩৫জনকেই বাড়িতে পাননি ম্যাজিস্ট্রেট। বাড়িতে না পাওয়া ব্যক্তিদের প্রাথমিক অবস্থায় সতর্ক করে দেওয়া হয়েছে।

এমনটি জানিয়েছেন সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (গণমাধ্যম) মেজবাহ উদ্দিন জানিয়েছেন, শনিবার দিনভর সিলেট নগরী ও আশপাশের এলাকায় হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীদের বাড়িতে পর্যবেক্ষণে যায় জেলা প্রশাসনের ৭টি টিম। মোট ৮৭ জনের বাড়িতে গিয়ে ৫২ জনকে ঘরে পাওয়া যায়। বাকি ৩৫ জনকে বাড়িতে পাওয়া যায়নি।

তিনি বলেন, যারা বাড়িতে ছিলেন না তাদের সতর্ক রে দেওয়া হয়েছে। পরেরবার গিয়ে বাড়িতে পাওয়া না গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া এক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, সিলেট বিভাগে মোট হোম কোয়ারেন্টিনে আছেন ১৪৪৪ জন। এদের মধ্যে সিলেট জেলায়ই আছেন ৭৪৮জন।

হোম কোয়ারেন্টিনে থাকা সকলেই প্রবাসী ও তাদের স্বজন বলেও জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: