![]()

cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla

ডেইলি সিলেট ডেস্ক ::
গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের বাড়ির পাশের পুকুর থেকে রোববার রাত ৮টার দিকে ছয় দিন আগে নিখোঁজ চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল এই তথ্য নিশ্চিত করেছেন।
মৃত ২১ বছর বয়সী ইতি বেগম জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর গ্রামের ইদ্রিস আলীর কন্যা। তিন বছর আগে তিনি মুকসুদপুর উপজেলার লতিফপুর গ্রামের লায়েক শেখের ছেলে রাসেল শেখের সঙ্গে বিয়ে করেন।
স্থানীয়রা জানিয়েছেন, বিয়ের পর থেকেই ইতি ও রাসেলের মধ্যে পারিবারিক কলহ লেগে ছিল এবং প্রায়ই ঝগড়াঝাঁটি হত। গত ২৪ নভেম্বর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ইতি। তিন দিন পর ২৭ নভেম্বর তার স্বামী থানায় সাধারণ ডায়েরি করেন।
ওসি মোস্তফা কামাল গণমাধ্যমকে বলেন, “স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তার হাত, পা ও মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। চার মাসের অন্তঃসত্ত্বা হওয়ার তথ্যও পাওয়া গেছে।”
মরদেহ উদ্ধারের আগে ইতির স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা পালিয়ে গেছে। পুলিশ তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে। মরদেহ আজ সোমবার গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মরগে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।