![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে ‘কঠোর পদক্ষেপ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মিশিগানে এক ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, সকল ইরানি দেশপ্রেমিকদের প্রতি বলছি, প্রতিবাদ চালিয়ে যান।
তিনি ইরানিদের ‘প্রতিষ্ঠান দখল’ করার এবং ‘খুনি ও নির্যাতনকারীদের’ নাম মনে রাখার আহ্বান জানিয়েছেন, কারণ হিসেবে তিনি বলছেন–– তাদের ‘খুব বড় মূল্য দিতে হবে’।
ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারী বেসামরিক নাগরিকদের উদ্ধারে যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে বলে আবারও প্রতিশ্রুতি দেন তিনি।
ট্রাম্প বলেন, সাহায্য আসছে।
বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ যখন এই বিষয়ে স্পষ্ট করে জানতে চায়, তখন ট্রাম্প বলেন, “বিভিন্ন দিক থেকে নানা ধরনের সাহায্য আসছে। আমাদের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন আকারে অর্থনৈতিক সাহায্য আসছে, তবে আমরা ইরানকে খুব বেশি সাহায্য করব না।
ইরানে বিক্ষোভকারীদের নিহতের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, এটি বেশ উল্লেখযোগ্য সংখ্যা বলে মনে হচ্ছে।
বুধবার বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা রয়েছে এমন প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, যদি তারা এমন কাজ করে তবে আমেরিকা খুব কঠোর ব্যবস্থা নেবে।
বাংলাদেশ জার্নাল/সিএম