![]()

স্পোর্টস ডেস্ক ::
বাংলাদেশে পৌঁছেছে FIFA World Cup 2026-এর মূল ট্রফি। সোনালী এই ট্রফি কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন দেশের ফুটবলপ্রেমীরা, তবে সময়টা খুবই সীমিত।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় ট্রফিবাহী বিমান ঢাকায় অবতরণ করে। এবারের সফরে রাজধানীর Radisson Blu Dhaka-তে প্রদর্শনের জন্য রাখা হয়েছে ট্রফিটি। মাত্র ৮ ঘণ্টা বাংলাদেশে অবস্থান করবে এটি। সন্ধ্যা ৬টায় পরবর্তী গন্তব্যের উদ্দেশে ঢাকা ছাড়বে বিশ্বকাপের এই প্রতীক।
আগামী বছরের ১১ জুন শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। তিন আয়োজক দেশ— Canada, Mexico ও United States—জুড়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় এই আসর।
ফিফা ৪৮ দলকে ভাগ করেছে ১২টি গ্রুপে, প্রতিটি গ্রুপে রয়েছে ৪টি করে দল। ইতোমধ্যে গ্রুপ পর্বের ড্র সম্পন্ন হয়েছে। ‘সি’ গ্রুপে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, যেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি।
চারবারের চ্যাম্পিয়ন জার্মানি রয়েছে ‘ই’ গ্রুপে—তাদের সঙ্গে ইকুয়েডর, কোট দি ভোয়া ও কুরাসাও। ফ্রান্স পড়েছে ‘আই’ গ্রুপে, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে এবং পর্তুগাল রয়েছে ‘কে’ গ্রুপে।
২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকোর ঐতিহাসিক Azteca Stadium-এ। ফাইনাল ম্যাচ গড়াবে ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির MetLife Stadium-এ।
তিন দেশের মোট ১৬টি ভেন্যুতে হবে বিশ্বকাপের ম্যাচ। যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেস, হিউস্টন, মায়ামি, নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো, আটলান্টা, বোস্টন, ফিলাডেলফিয়া ও সিয়াটল; কানাডায় ভ্যানকুভার ও টরন্টো; আর মেক্সিকোতে মেক্সিকো সিটি, গুয়াদালাহারা ও মন্টেরে—এই শহরগুলোতে ছড়িয়ে পড়বে বিশ্বকাপের উত্তাপ।
এই ট্রফি সফর যেন বাংলাদেশি ফুটবলপ্রেমীদের জন্য এক ঝলক বিশ্বকাপের স্বাদ—সময় কম, আগ্রহ কিন্তু আকাশছোঁয়া।