সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

পুনাক এসএমপি’র উদ্যোগে দুঃস্থদের মাঝে রিকশা, ভ্যান ও ফুডকার্ট বিতরণ

স্টাফ রিপোর্টার ::

সিলেট মেট্রোপলিটন পুলিশের নারী কল্যাণ সমিতি (পুনাক) এসএমপি, সিলেটের উদ্যোগে ‘স্বাবলম্বী কর্মসূচি’র আওতায় দুঃস্থ ও অসহায়দের মাঝে রিকশা, ভ্যানগাড়ি ও ফুডকার্ট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর ২০২৫) বিকেল ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার জনাব খান মো. রেজা-উন-নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রেজাই রাফিন সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক এসএমপি, সিলেটের সভানেত্রী জনাব সিদরাতুল মুনতাহা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দুঃস্থ ও অসহায় মানুষকে আত্মনির্ভরশীল করে তুলতেই পুনাকের এই স্বাবলম্বী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

আলোচনা সভা শেষে মোট ১০ জন দুঃস্থ ব্যক্তির মাঝে প্যাডেলচালিত রিকশা, ভ্যান ও ফুডকার্ট বিতরণ করা হয়। ভ্যানপ্রাপ্তরা হলেন— মো. শিমুল, আলেক মিয়া ও আলীম হোসেন সবুজ। রিকশাপ্রাপ্তরা হলেন— মো. লালন আহমদ, গুলফর উদ্দিন, রুহুল আমিন, মো. কানু মিয়া ও হাফেজ মোহাম্মদ আবু জাফর আলী। এছাড়া ফুডকার্ট প্রদান করা হয় মো. ছায়েদুল ভুইয়া সুজন ও মুক্তার আহমদকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ দুঃস্থ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তারা নিজ উদ্যোগে উপার্জনের মাধ্যমে পরিবার পরিচালনায় সক্ষম হবেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by:

fistinghd.netjosporn.netxfantazy.orgpornjoy.org