সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বুধবার, ৫ নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেট-২ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করলেন লুনা

বিশ্বনাথ সংবাদদাতা ::

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় তিনি সিলেটের হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে প্রচারণার সূচনা করেন। এ সময় তিনি দেশের শান্তি, সমৃদ্ধি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সুস্বাস্থ্য এবং নিখোঁজ এম ইলিয়াস আলীর সন্ধান প্রাপ্তির জন্য বিশেষ মোনাজাত করেন। পরে তিনি মাজার প্রাঙ্গণে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাহসিনা রুশদীর লুনা বলেন, “সিলেট-২ আসনের মানুষ সবসময় বিএনপির পাশে থেকেছে। তাদের ভালোবাসা, বিশ্বাস ও প্রত্যাশা নিয়েই আমি মাঠে নেমেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আর দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জনগণের পাশে থাকতে চাই।”

তিনি আরও বলেন, “দল আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছে, জনগণ আমাকে বিজয়ী করে তার প্রতিদান দেবে বলে আমি বিশ্বাস করি।” এ সময় তিনি বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মাজার জিয়ারত শেষে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। পরে তিনি বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন চেয়ারম্যান, সাবেক সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, সহসভাপতি ডা. মাহবুব আলী জহির, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, যুক্তরাজ্য অল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সিলেট জেলা উলামা দলের আহবায়ক কাজী মাওলানা নুরুল হক, সিলেট জেলা মহিলা দলের সাবেক সভাপতি ছালেহা কবির সেপি, ভারপ্রাপ্ত সভাপতি তাসমিন শারমিন তামান্না, মহিলা নেত্রী দিবা রানী দে বাবলি, সাবেক স্বেচ্ছা বিষয়ক সম্পাদক আমিনুল হক বেলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন মেম্বার, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার, ইমাম উদ্দিন, ওয়াতিউর রহমান আতিকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: