সর্বশেষ আপডেট : ১৮ ঘন্টা আগে
রবিবার, ৯ নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

জুলাই অভ্যুত্থানের ৮৩৭ হত্যা মামলার অধিকাংশ যাচ্ছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে

ডেইলি সিলেট ডেস্ক ::

জুলাই গণ-অভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা ৮৩৭টি মামলার মধ্যে অধিকাংশই দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ৪৫টি মামলার বাইরে থাকা এসব মামলা দ্রুত নিষ্পত্তির আওতায় আনা হবে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়। সোমবার (২০ অক্টোবর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী সরকারের নির্দেশে জুলাই অভ্যুত্থান চলাকালে দেশব্যাপী ছাত্র ও জনতার বিরুদ্ধে হত্যার অভিযোগে মোট ৮৩৭টি মামলা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ১৯টি হত্যা মামলার অভিযোগপত্র ইতিমধ্যে পুলিশ দাখিল করেছে, যেগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন ২০০০-এর ১০ ধারা অনুযায়ী বিচার হবে।

এ ছাড়া হত্যাসহ অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগে দায়ের করা মামলাগুলোর প্রসিকিউশন কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করতে আইন মন্ত্রণালয় একটি বিশেষ কমিটি গঠন করেছে। এ কমিটির নেতৃত্বে আছেন আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব।

কমিটির কাজ হবে তিনটি মূল বিষয়ে কেন্দ্রীভূত—প্রথমত, জুলাই গণ-অভ্যুত্থানকালে সংঘটিত হত্যাসহ গুরুতর অপরাধের সব মামলা ও তাদের বর্তমান অবস্থা তালিকাভুক্ত করা। দ্বিতীয়ত, অভিযোগপত্র দাখিল হওয়া মামলাগুলোর প্রসিকিউশন কার্যক্রমে যদি কোনো সমস্যা থাকে তা শনাক্ত করা। তৃতীয়ত, এসব সমস্যা নিরসনে প্রয়োজনীয় সুপারিশ সরকারের কাছে পাঠানো।

এছাড়া কমিটি ভুক্তভোগী পরিবার ও সাধারণ জনগণকে তার কার্যক্রম সম্পর্কে সময়ে সময়ে অবহিত করবে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: