সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্টে কানিশাইল চ্যাম্পিয়ন

লন্ডন প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গত রবিবার (২৪ আগস্ট ২০২৫) বার্কিং এর পাওয়ারলী ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে আয়োজিত তৃতীয় ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট। বিপুলসংখ্যক দর্শক, প্রবাসী ঢাকাদক্ষিণবাসী ও ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ টুর্নামেন্ট সম্পন্ন হয়।

মোট ১০টি দল অংশগ্রহণে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে খেলা হয় ২৭টি ম্যাচ। গ্রুপপর্ব শেষে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয়। রোমাঞ্চকর ফাইনালে মুখোমুখি হয় নগর ফুটবল টিম ও কানিশাইল ফুটবল টিম। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় কানিশাইল ফুটবল টিম বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হয় এবং নগর ফুটবল টিম রানার্সআপ হয়।

অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ছিল—কানিশাইল, নগর, দত্তরাইল, বারকোট, শিলঘাট, রায়গড় ও ঢাউস ফুটবল টিম। নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের সক্রিয় অংশগ্রহণ টুর্নামেন্টে বিশেষ মাত্রা যোগ করে, যা আয়োজকদের মূল উদ্দেশ্যকে—শিকড়ের সঙ্গে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা—আরও অর্থবহ করে তোলে।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল লতিফ নিজাম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল বাছির। এসময় বক্তব্য রাখেন স্পোর্টস সেক্রেটারি নুরুল ইসলাম, উপদেষ্টা আতাউর রহমান আঙ্গুর মিয়া, তছউর আলী মাস্টার, নুর উদ্দিন শানুর, সহ-সভাপতি ইয়ামিম দিদার, দেলওয়ার আহমদ শাহান, মো. সেলিম আহমদ, ট্রেজারার জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ চৌধুরী, শিক্ষা সম্পাদক রায়হান উদ্দিনসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক কাউন্সিলর ও উপদেষ্টা আমিনুর রশীদ খান, সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, আব্দুল কাদির চৌধুরী মুরাদ, অলি রহমান খানসহ প্রবাসী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় আয়োজকরা কৃতজ্ঞতা জানান স্পন্সর ও সহযোগীদের প্রতি। স্পন্সর হিসেবে ছিলেন আব্দুল লতিফ নিজাম, আব্দুল বাছির, জাকির হোসেন, খায়রুল আলম, খালেদ আজিমউদ্দিন জামাল, আনোয়ার শাহজাহান, তারেকুর রহমান ছানু ও রয়েল মেজবান।

সমাপনী বক্তব্যে সভাপতি আব্দুল লতিফ নিজাম সকলের আন্তরিক সহযোগিতার প্রশংসা করে ভবিষ্যতেও একসাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: