সর্বশেষ আপডেট : ১৮ মিনিট ৩১ সেকেন্ড আগে
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সাদাপাথর লুটে জড়িতদের তালিকা প্রকাশ করবে প্রশাসন

স্টাফ রিপোর্টার ::

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সাদাপাথর লুটপাটের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি বুধবার (২০ আগস্ট) দুপুরে তাদের প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিয়েছে। তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে ওই প্রতিবেদন গ্রহণ করতে পারেননি জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর বুধবার দুপুরে তিনি সিলেট ত্যাগ করেন। পরবর্তীতে প্রতিবেদনটি জমা দেওয়া হয়। প্রতিবেদনের বিস্তারিত বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। শিগগিরই নতুন জেলা প্রশাসক মো. সারোয়ার আলম দায়িত্ব নেবেন বলে জানা গেছে।

এদিকে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী জানিয়েছেন, সাদাপাথর লুটকারীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হচ্ছে। প্রকৃত অপরাধীরা যাতে তালিকায় আসে এবং নির্দোষ কেউ যাতে হয়রানির শিকার না হন, সেদিকেও সতর্ক থাকা হচ্ছে। তালিকা প্রস্তুত হওয়ার পর তা প্রকাশ করা হবে।

বুধবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, সিলেটে চোরাচালান ও খনিজ সম্পদ রক্ষায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে। বিজিবির আরও তিনটি ব্যাটালিয়ন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে একটি স্থাপনের কাজ চলছে। পাশাপাশি পুলিশের জনবল বৃদ্ধি, নতুন ক্যাম্প, চেকপোস্ট ও পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রক্রিয়াও এগিয়ে চলছে।

বিভাগীয় কমিশনার বলেন, সাম্প্রতিক সময়ে পাথর লুটের ঘটনায় যদি প্রশাসনের কোনো সদস্যের সম্পৃক্ততার প্রমাণ মেলে, তবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, গত বছরের ৫ আগস্টের পর থেকেই বড় ধরনের লুটপাট ঘটেছে। বর্তমানে সংরক্ষণ ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং তা চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: