সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ইস্পাহানে ‘বাংকার বাস্টার’ ব্যবহার না করার কারণ জানাল পেন্টাগন

ডেইলি সিলেট ডেস্ক ::

ইরানের ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে ‘বাংকার বাস্টার’ বোমা ব্যবহার না করার কারণ প্রথমবারের মতো জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। জানানো হয়েছে, স্থাপনাটি মাটির অনেক গভীরে হওয়ায় এমন শক্তিশালী বোমাও সেখানে কার্যকর হত না—এই সন্দেহ থেকেই ভিন্ন কৌশল নেওয়া হয়।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ইস্পাহানের এই পরমাণু স্থাপনাটি এমনভাবে নির্মিত যে প্রচলিত বাংকার বাস্টার বোমা সেখান পর্যন্ত পৌঁছাতে সক্ষম নয়। জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন মার্কিন সিনেটের এক গোপন ব্রিফিংয়ে বলেন, এমওপি (ম্যাসিভ অর্ডনেন্স পেনেট্রেটর)-এর মতো বোমাও যথেষ্ট হতো না। এজন্যই ইস্পাহানে পাঠানো হয় সাবমেরিন থেকে ছোড়া টমাহক ক্রুজ মিসাইল।
মার্কিন গোয়েন্দা ও প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, ইস্পাহানের এই ভূগর্ভস্থ স্থাপনাতেই সংরক্ষিত রয়েছে ইরানের প্রায় ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য গুরুত্বপূর্ণ। এই ইউরেনিয়াম যেন অস্ত্র উৎপাদনে ব্যবহার করা না হয়, সেজন্যই হামলার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কেন্দ্রটির গভীরতা ও প্রতিরক্ষা ব্যবস্থা এমন শক্তিশালী যে, হামলার পরও ক্ষয়ক্ষতি নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

অন্যদিকে, ইরানের ফোরদো ও নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় মার্কিন বি-২ বোমারু বিমান ডজনখানেক বাংকার বাস্টার বোমা ফেলে। অথচ ইস্পাহানে শুধু একটি টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, যা যুক্তরাষ্ট্রের কৌশলগত পছন্দকে স্পষ্ট করে।

এদিকে বিতর্ক তৈরি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে তিনি দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার সুযোগ থাকলেও তিনি তা করেননি ‘বিশ্ব রাজনীতির ভারসাম্য’ বজায় রাখার স্বার্থে। বলেন, খামেনিকে ‘নির্মম ও করুণ মৃত্যু’ থেকে বাঁচিয়েছেন তিনি।

খামেনি পাল্টা হুঁশিয়ারিতে জানান, যুক্তরাষ্ট্র এই যুদ্ধ শুরু করেও কিছু অর্জন করতে পারেনি, বরং ইরানই বিজয়ী হয়েছে। তার এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ট্রাম্প। তিনি জানান, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার চিন্তাভাবনা করছিলেন, তবে খামেনির ‘মিথ্যা বিজয় ঘোষণার’ পর সেই পরিকল্পনা বাতিল করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: