সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ক্ষমতায় গেলে ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান করবে বিএনপি: আমীর খসরু

ডেইলি সিলেট ডেস্ক ::

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দিয়েছেন, ক্ষমতায় গেলে বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করবে। এ সময় তিনি তথ্যপ্রযুক্তি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথাও জানান।

শনিবার সিলেটের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে আয়োজিত ‘সিলেট বিজনেস ডায়লগ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ন্যূনতম এসএসসি পাস তরুণ-যুবকদের আইটি খাতে চাকরির সুযোগ দেওয়া হবে। আগের মতো রাজনীতি করলে আর চলবে না। দেশের মানুষের মনমানসিকতা বদলে গেছে, তাই রাজনীতি ও ব্যবসাকে ফ্যাসিস্ট প্রভাব থেকে মুক্ত রাখতে হবে।”

তিনি আরও বলেন, “গত ১৭ বছরে দেশের অর্থনীতির সৃজনশীলতা ধ্বংস করা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে কাজ শুরু করবে। কৃষিতে বিনিয়োগে আগ্রহীদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা হবে এবং কৃষিপণ্য রপ্তানির সুযোগ বাড়ানো হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। যৌথভাবে সঞ্চালনায় ছিলেন নগর বিএনপির সহ-সভাপতি রিয়াসদ আজিম এবং কোষাধ্যক্ষ এনামুল কুদ্দুস চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাবেক সভাপতি ফজলুল হক। এ ছাড়া বক্তব্য দেন এম এ মালেক, আবুল কাহের চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, আব্দুল কাইয়ুম চৌধুরী, রেজাউল হাসান কয়েস লোদী, ইমদাদ হোসেন চৌধুরী, এমরান আহমদ চৌধুরী, নাসিম হোসাইন, বদরুজ্জামান সেলিম, ফয়সল আহমদ চৌধুরী ও ব্যবসায়ী নেতা আব্দুর রহমান রিপন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: