cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
টাঙ্গাইল জেলা কারাগারে প্রথমবারের মতো কয়েদিদের জন্য শুরু হয়েছে ঐতিহ্যবাহী তাঁতশিল্প প্রশিক্ষণ কার্যক্রম। কর্মসংস্থান এবং পুনর্বাসনের লক্ষ্যে শনিবার (২৮ জুন) বিকেলে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
প্রবেশন অফিসের অর্থায়নে এবং জেলা প্রশাসন ও জেলা কারাগারের যৌথ বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচিতে প্রাথমিকভাবে ১০ জন কয়েদি অংশগ্রহণ করেছে। পর্যায়ক্রমে প্রশিক্ষণার্থীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসানসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কারাগারের জেল সুপার মো. শহিদুল ইসলাম জানান, এই উদ্যোগের মাধ্যমে কয়েদিরা একটি কার্যকর পেশাগত দক্ষতা অর্জন করবে যা কারামুক্তির পর তাদের সমাজে পুনরায় স্থিতি লাভে সহায়তা করবে। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এই প্রকল্প দেশের অন্যান্য কারাগারেও রোল মডেল হিসেবে কাজ করবে।