সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সমঝোতায় নতুন মাত্রায় পৌঁছাবে ঢাকা-বেইজিং সম্পর্ক: মির্জা ফখরুল

ডেইলি সিলেট ডেস্ক ::

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সফররত বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে নতুন সমঝোতা দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৭ জুন) দেশে ফেরার আগে চীনের শিয়ান বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “চীনের সঙ্গে বিএনপির দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। এই সফরের মাধ্যমে তা আরও গভীর ও কৌশলগত রূপ নিয়েছে।”

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চার দিনের সফর শেষে রাত ৯টা ৪০ মিনিটে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রতিনিধি দলের। ঢাকায় পৌঁছানোর পর চীনের দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তাদের স্বাগত জানাবেন।

সফরের শেষ দিনে বিএনপি প্রতিনিধিরা সানঝি প্রদেশের জিয়ান শহরতলীর একটি আদর্শ কমিউনিটি পরিদর্শন করেন। সেখানে কমিউনিটি কমিটির সেক্রেটারি তাদের স্বাগত জানান এবং স্থানীয় জনসেবামূলক কার্যক্রম—স্বাস্থ্যসেবা, স্বেচ্ছাশ্রম, প্রতিবন্ধী পুনর্বাসন এবং শিক্ষা—সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

এছাড়াও প্রতিনিধি দলটি স্থানীয় একটি জাদুঘর ঘুরে দেখেন, যেখানে চীনের বিপ্লব ও স্বাধীনতার ইতিহাস শিশুদের উপযোগী করে উপস্থাপন করা হয়। সফর শেষে বিমানবন্দরে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: