cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ১৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন চার শতাধিক। দেশটির মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি কেনিয়া এই তথ্য জানিয়েছে।
বুধবার (২৫ জুন) কর বৃদ্ধি সংক্রান্ত বিলের প্রতিবাদে রাজধানী নাইরোবিসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নামেন। এ বিক্ষোভ গত বছরের প্রাণঘাতী আন্দোলনের বর্ষপূর্তিকে কেন্দ্র করে আয়োজিত হয়, যেখানে অন্তত ৬০ জন প্রাণ হারিয়েছিলেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস, জলকামান এবং গুলি ব্যবহার করে। এতে অনেকেই হতাহত হন। নাইরোবিতে কয়েকটি এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
অ্যামনেস্টি কেনিয়ার নির্বাহী পরিচালক ইরুংগু হটন জানান, রাতে পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। বেশিরভাগই পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
সরকারি মানবাধিকার সংস্থা কেএনসিএইচআর জানিয়েছে, এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে রয়েছেন বিক্ষোভকারী, পুলিশ ও সাংবাদিকরা।
নাইরোবির কেনিয়াত্তা ন্যাশনাল হসপিটালের এক কর্মকর্তা জানান, গুলিবিদ্ধ অবস্থায় শতাধিক আহতকে ভর্তি করা হয়েছে। তাদের কেউ কেউ রাবার বুলেট, কেউবা তাজা গুলিতে জখম হয়েছেন। তবে ওই হাসপাতালে মৃত্যুর ঘটনা ঘটেনি।
বিক্ষোভের সময় হাজারো মানুষ প্রেসিডেন্টের সরকারি বাসভবনের দিকে মিছিল নিয়ে অগ্রসর হলে টেলিভিশন চ্যানেল এনটিভি ও কেটিএন সরাসরি সম্প্রচার শুরু করে। সরকার তাদের সম্প্রচার বন্ধের নির্দেশ দেয়। নির্দেশ অমান্য করায় দুটি চ্যানেলের সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করে দেয় কেনিয়ার যোগাযোগ কর্তৃপক্ষ।