cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
ইসরায়েলের দিকে আবারও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, তবে এবার আঘাতটি এসেছে ভিন্ন উৎস থেকে। সোমবার (২৩ জুন) কয়েক ঘণ্টা আগে এ হামলা চালানো হয় বলে আল জাজিরা এবং ইরানের আধা সরকারি বার্তাসংস্থা ফারস নিউজ এজেন্সি জানিয়েছে।
ফারস জানায়, সোমবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যার সময় দেশটির আকাশসীমায় সাইরেন বেজে ওঠে। তবে এই হামলা ইরান থেকে নয়, বরং ইয়েমেন থেকে চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী আগেই জানায়, তাদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, তবে ঠিক কোন দেশ থেকে এই হামলা এসেছে, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেনি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
প্রসঙ্গত, ১৩ জুন ইরানের ওপর আগ্রাসী হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় পরমাণু, সামরিক এবং আবাসিক এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে অন্তত ৪০০ জন ইরানি নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ নাগরিক।
হামলার জবাবে ইরানও শুরু করে পাল্টা প্রতিক্রিয়া। ‘অপারেশন ট্রু প্রমিস’ নামের অভিযানের আওতায় ২২ জুন পর্যন্ত ইরান ইসরায়েলের বিরুদ্ধে মোট ২০ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ২১তম হামলা এখনো চালানো হয়নি বলে ইঙ্গিত দিয়েছে ফারস নিউজ এজেন্সি।