cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
নওগাঁর ধামইরহাট থানায় এইচএসসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেকসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২২ জুন) নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, একই ঘটনায় একজন উপ-পরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবলকে ইতোমধ্যে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছিল। সর্বমোট ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো।
ঘটনার সূত্রপাত ঘটে গত মঙ্গলবার রাতে, যখন একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. সাগর হোসেনকে নারী হাজতে এক হাতে হাতকড়া অবস্থায় রাখা হয়। সে অবস্থায় তিনি থানার ভিতরে থাকা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্রের সিলগালা ট্রাংকের মোড়ক নখ দিয়ে ছিঁড়ে ফেলে এবং সেখানে রাখা চাবি দিয়ে ট্রাংকের তালা খুলে প্রশ্নপত্রের একটি সেট বের করেন। তার মধ্যে থেকে কয়েকটি প্রশ্নপত্র ছিড়ে ফেলেন এবং বাকি প্রশ্নপত্রগুলো বিভিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখেন। পরে তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।
ঘটনার পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া শনিবার বিকেলে রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম মোফাখখারুল ইসলাম ধামইরহাট থানা পরিদর্শনে গিয়ে জানান, প্রশ্ন ফাঁস হওয়া ইতিহাস দ্বিতীয় পত্র (৩০৫ নম্বর কোড) বাতিল করা হয়েছে। বিকল্প প্রশ্নপত্র প্রতিটি কেন্দ্রে পাঠানো হবে এবং নির্ধারিত সময়েই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।