সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা গ্রেফতার

ডেইলি সিলেট ডেস্ক ::

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় স্থানীয় জনতা তাকে আটক করে উত্তরা-পশ্চিম থানার পুলিশের কাছে সোপর্দ করে।

উত্তরা-পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘সাবেক সিইসি এ কে এম নুরুল হুদার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এর আগে, একইদিন রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপি এক মামলার আবেদন করে। ‘প্রহসনের নির্বাচন পরিচালনা’ করার অভিযোগে সাবেক তিন সিইসি ও ২৪ জন সরকারি কর্মকর্তার নাম উল্লেখ করে এ আবেদন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।

মামলার আবেদনে ২০১৪ সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী রকিব উদ্দিন আহমেদসহ নির্বাচন কমিশনের বিভিন্ন কর্মকর্তা, সচিব, এবং সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তি যেমন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বিভিন্ন সময়ের আইজিপি, পুলিশ কমিশনার, ডিজিএফআই ও এনএসআই প্রধানদের নাম রয়েছে।

এছাড়া ২০১৮ সালের নির্বাচন নিয়ে অভিযোগে আসামি করা হয়েছে তৎকালীন সিইসি এ কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার শাহাদাত হোসেন চৌধুরী, এবং তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ, মনিরুল ইসলাম, ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল আলমের নামও।

মামলার আবেদনে সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়ালসহ বর্তমান কমিশনের অন্যান্য সদস্য ও নির্বাচন সচিবের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: