সর্বশেষ আপডেট : ২০ মিনিট ১ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৬৩৯ জন: হিউম্যান রাইটস

ডেইলি সিলেট ডেস্ক ::

ইসরায়েলের ধারাবাহিক হামলায় ইরানে এ পর্যন্ত অন্তত ৬৩৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস। সংঘাত শুরুর পর বৃহস্পতিবার সপ্তম দিনে গড়িয়েছে।

আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, সংস্থাটির হিসাব অনুযায়ী, নিহতদের মধ্যে ২৬৩ জন বেসামরিক নাগরিক এবং ১৫৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এছাড়া আহত হয়েছেন অন্তত ১ হাজার ৩২০ জন।

সংস্থাটি আরও জানিয়েছে, ইরানের স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনসমূহ বিশ্লেষণ করে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে। এর আগে ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সরকারবিরোধী আন্দোলনেও হতাহতের সংখ্যা নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সংস্থাটি।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২২৪ জন নিহত এবং ১ হাজার ২৭৭ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, গত ১৩ জুন ভোররাতে ইরানে আগাম হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শঙ্কা থেকে এই প্রতিরোধমূলক সামরিক অভিযান চালানো হয়েছে।

ইসরায়েলের এ হামলা এখনো চলমান রয়েছে। এর জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: