সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ইরানে ইসরায়েলি হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ ৬ জন নিহত

ডেইলি সিলেট ডেস্ক ::

ইরানের তাসনিম সংবাদ সংস্থার বরাতে আল জাজিরা জানিয়েছে, ইস্ফাহানের নাজাফাবাদ এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। নিহত নারীর স্বামীও হামলায় প্রাণ হারান। মাত্র কয়েক সপ্তাহ পর ওই নারীর সন্তান প্রসবের কথা ছিল। একই হামলায় ১০ ও ১৩ বছর বয়সী দুটি শিশুসহ মোট ৬ জন নিহত হন।

মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, গত ১৩ জুন ভোরে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকাগুলোর ওপরও আক্রমণ চালায়। এতে বহু সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই হামলায় ইস্ফাহানের নাতানজ পারমাণবিক স্থাপনারও ক্ষতি হয়েছে।

ইসরায়েলি সরকারের প্রেস অফিস জানায়, ‘১৩ জুন থেকে ইরান আমাদের ওপর ৪০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও শত শত ড্রোন হামলা চালিয়েছে।’ পাল্টা হামলায় ইরানের দাবি অনুযায়ী, তাদের ৫৮৫ জন নিহত এবং ১,৩০০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের অর্ধেকের বেশি সাধারণ মানুষ।

এই হামলা-পাল্টা হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের ঝুঁকি দেখা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: