সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
সোমবার, ১৬ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ঈদের দীর্ঘ ছুটিতে অর্থনীতি ‘স্থবির হবে না’: অর্থ উপদেষ্টা

ডেইলি সিলেট ডেস্ক ::

কোরবানির ঈদ ঘিরে টানা ১০ দিনের ছুটি দেশের অর্থনীতিতে ‘কোনো বিরূপ প্রভাব ফেলবে না’ বলে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, “স্থবির হওয়ার কোনো সুযোগ নেই। ব্যবসায়ীরা তাদের মত করে ব্যবসা করবেন। বাংলাদেশ ব্যাংক বলেছে কোন কোন দিন কোন কোন স্থানে ব্যাংক খোলা থাকবে। গরুর হাটে কিভাবে থাকবে।”

আগামী ৭ জুন সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। কোরবানির ঈদ উপলক্ষে এবার ৫ ও ৬ জুন এবং পরে ৮-১০ জুন মিলিয়ে মোট ৬ দিনের ছুটি আগেই ঘোষণা করা হয়েছিল।

পরে এর সঙ্গে নির্বাহী আদেশে ১১ ও ১২ জুনের ছুটি যোগ করেছে উপদেষ্টা পরিষদ। আর তারপর ১৩ ও ১৪ জুন শুক্র ও শনি সাপ্তাহিক ছুটি।

সব মিলিয়ে এবার ৫ থেকে ১৪ জুন, টানা দশ দিনের দীর্ঘ অবকাশে যাচ্ছেন চাকরিজীবীরা।

ছুটির প্রসঙ্গে অন্য দেশের সঙ্গে তুলনা টেনে সালেহউদ্দিন আহমেদ, “এরকম হলিডে পৃথিবীর অন্যান্য দেশে আরো বেশি থাকে। বড়দিনে ২০ থেকে ২৫ দিন ছুটি থাকে। নেপালে দুর্গা পূজার সময় ৩০ দিন ছুটি থাকে। সুতরাং দেশ চলবে।কোনো রকম বিরূপ কিছু নেই৷ ইতোমধ্যে আমরা বাজেট দিয়ে দিয়েছি। বাজেটে মোটামুটি কর্মপন্থা কি হবে সে অনুযায়ী কাজ হবে।”

২০২৫-২৬ অর্থবছরের জন্য ঘোষিত বাজেট নিয়ে মন্তব্য এবং পরামর্শ ঈদের পরে নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।

“১৯ জুন পর্যন্ত মতামত দিতে পারবে বাজেটের বিষয়ে। ২২ তারিখ কেবিনেট বৈঠকে বাজেট অনুমোদন হবে।“

তিন দিনে এটা করা সম্ভব হবে কী না জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, “আমরা আগে থেকেই বলেছি মতামত প্রতিনিয়তই আসতে থাকবে। একদিনেতো আর সব মতামত আসবে না। ইতোমধ্যে মতামত দেওয়া শুরু হয়েছে।”

অনুমোদন পেল যা

এ দিন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের ওকিউ ট্রেডিংয়ের কাছ থেকে জিটুজি ভিত্তিতে, জাপান কোরিয়া মার্কেট ফর্মূলা অনুযায়ী সরাসরি ক্রয় পক্রিয়ায় এলএনজি কেনার প্রস্তাব প্রত্যাশামূলক অনুমোদন দেওয়া হয়।

নৌ মন্ত্রণালয়ের অধীন উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়ের’ মেরামত কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে সম্পন্ন করার অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদন দেওয়া হয়েছে ময়মনসিংহে চরইশ্বরদিয়া মৌজায় অবস্থিত বাংলাদেশ জুট মিল করপোরেশনের ১৬ দশমিক ৮৯ একর জমি বিক্রয়ের প্রস্তাব অনুমোদন।

একইভাবে বিজেএমসির ডেমরা থানার কায়েতপাড়া মৌজার লতিফ বাওয়ানী জুট ৬ দশমিক ৪৮৫ একর জমি বিক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে।

এছাড়া ক্রয় কমিটির বৈঠকে ৩০ হাজার টন রক ফসফেট সার ক্রয়, ৭০ হাজার টন এমওপি সার ক্রয়সহ আরও কয়েকটি ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: