সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
রবিবার, ২২ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

পুতিনকে পাগল বললেন ট্রাম্প, দিলেন নিষেধাজ্ঞার হুমকি

ডেইলি সিলেট ডেস্ক ::

ইউক্রেনে নতুন করে লাগাতার হামলার জেরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি বেশ অখুশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারির হুমকি দিয়েছেন তিনি।
সোমবার (২৬মে) বিবিসির খবরে বলা হয়, ইউক্রেনে রুশ বাহিনীর সাম্প্রতিক ড্রোন হামলার ঘটনায় পুতিনের প্রতি অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট এবং পুতিন ‘পাগল’ হয়ে গেছেন বলে উল্লেখ করেন তিনি।

রোববার (২৫) নিউ জার্সি অঙ্গরাজ্য থেকে রাজধানী ওয়াশিংটনে ফেরার আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সবসময়ই আমার সম্পর্ক ভালো। আমার মনে হয়, তার কিছু একটা হয়েছে। তিনি কি পুরোপুরি পাগল হয়ে গেছেন?’

তিনি আরও বলেন, ‘আমি তার ওপর খুশি নই। কারণ যখন আমরা যুদ্ধ শেষ করার জন্য আলোচনা শুরু করেছি এবং তা মাঝামাঝি অবস্থায় চলে গেছে, এমন সময় পুতিন কিয়েভ ও অন্যান্য শহরে ড্রোন হামলার নির্দেশ দিয়েছেন। এটা আমার ভালো লাগেনি।’

যদি এমন ঘটনা বার বার ঘটে, তাহলে অবশ্যই পুতিনের ওপর নিষেধাজ্ঞা জারি করবেন বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন ট্রাম্প।

শনিবার রাতভর ইউক্রেনে ৩৬০টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে রুশ বাহিনী। এতে নিহত হন অন্তত ১২ জন ইউক্রেনীয়। তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের এটিই ছিল রুশ বাহিনীর সর্ববৃহৎ ড্রোন হামলা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: