cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
সমালোচনা করলে দেশের বাইরে তা ভালো ভাবমূর্তি দেয় না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, “অনেকেই আমাদের সমালোচনা করেন; অথর্ব বলেন। সমালোচনা করবেন, ঠিক আছে। তবে বাইরে এসব ভালো ধারণা দেয় না। ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।”
সকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড-২০২৫ এর জাতীয় পর্যায়ের মূল পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন সালেহউদ্দিন আহমেদ।
অর্থমন্ত্রণালয় ছাড়াও অর্থ উপদেষ্টা নানা ধরনের চাপের মধ্যে রয়েছেন দাবি করে তিনি বলেন, বাজেট নিয়ে নানা ধরণের প্রস্তাব আসছে। তাতে নানা ধরণের কর ছাড় করার বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে।
অর্থ উপদেষ্টা বলেন, “নানা জায়গা থেকে নানা ধরণের কর ছাড়ের জন্য বলা হয়েছে। কেউ বলেন এসব খাতে কর ছাড় করুন, আবার কেউ বলেন এসব খাতে কর বাড়িয়ে দিন।
“আর আইএমএফ (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) যা চেয়েছিল, তা এবার চাপিয়ে দিতে পারে নাই। আমরা একটা সমাধানে এসেছি।”
ইকোনমিকস অলিম্পিয়াডের মাধ্যেম জ্ঞান চর্চা সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
জ্ঞানকে চলমান প্রক্রিয়া হিসেবে তুলে ধরে তার সমাজের কাজে লাগানোর আহ্বান তিনি।
সালেহ উদ্দিন আহমেদ বলেন, “আসলে লেখাপড়া শুরু হয় ডিগ্রির পর থেকে। ক্লাসে সব কিছু জানা সম্ভব হয় না। জীবন থেকে শিক্ষা নেওয়া হয় সবচেয়ে বেশি। অন্যকে ল্যাঙ মেরে বেশি দূর যাওয়া যায় না।”
সমাজ থেকে একে অপরের জন্য সহমর্মিতা উঠে গেছে বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক-এমডি মাসরুর আরেফিন, ঢাকা ব্যাংকের এমডি শেখ মোহাম্মদ মারুফ, পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী।