সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
বুধবার, ২৫ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ১১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো আইপিএল

ডেইলি সিলেট ডেস্ক ::

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে ২০২৫ সালের আইপিএল। ভারতের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল।

বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ চলাকালে হঠাৎ জম্মুতে পাকিস্তানের হামলার খবর ছড়িয়ে পড়ে। এর প্রভাবে উত্তর ভারতের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, ফ্লাডলাইট নিভে যায় ধর্মশালা স্টেডিয়ামেও। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং দর্শকদের স্টেডিয়াম ত্যাগ করতে বলা হয়।

পরিস্থিতি পর্যালোচনায় রাতেই জরুরি বৈঠকে বসে আইপিএল কর্তৃপক্ষ। গভর্নিং কাউন্সিল সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয়, টুর্নামেন্ট আপাতত স্থগিত থাকবে। এর ফলে আইপিএলের বাকি থাকা ১২টি লিগ ম্যাচ এবং ৪টি প্লে-অফ ম্যাচের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

এই প্রথমবারের মতো জাতীয় নির্বাচন বা মহামারির মতো সংকট ছাড়াও স্থগিত হলো আইপিএল। অতীতে করোনার সময় টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু এবার সরাসরি বন্ধ করে দেওয়া হলো।

বিসিসিআই সূত্রে জানা গেছে, বর্তমান সংকটময় পরিস্থিতিতে খেলোয়াড় ও সংশ্লিষ্টদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। তবে কবে নাগাদ টুর্নামেন্টটি ফের শুরু হতে পারে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: