সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
বুধবার, ২৫ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ১১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডেইলি সিলেট ডেস্ক ::

চেক প্রতারণার মামলায় নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার মামলার ধার্য দিনে চয়নিকা চৌধুরী আদালতে হাজির না হওয়ায় ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো. বুলবুল ইসলাম তার জামিন বাতিল করে এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল সাংবাদিকদের বলেন, এদিন মামলার বাদী প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজকে জেরার দিন ধার্য ছিল। চয়নিক চৌধুরী আদালতে হাজির না হওয়ায় তার আইনজীবী সময় চেয়ে আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করার পাশাপাশি জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

এ আইনজীবী বলেন, এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২৬ জুন দিন ধার্য করেছে আদালত। ২০১৩ সালের ১৪ মে মামলাটি দায়ের করেন প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ। মামলার পর ২০১৪ সালে ২ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন চয়নিকা চৌধুরী। ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

মামলায় অভিযোগ করা হয়েছে, প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ ‘জীবন সুন্দর হোক’ নাটক নির্মাণের জন্য ২০১২ সালের ২৪ আগস্ট চয়নিকা চৌধুরীর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। সে চুক্তি অনুযায়ী চয়নিকাকে দুই লাখ ৩০ হাজার টাকা দেন তিনি। সে বছর ৩০ অক্টোবর চয়নিকা দুই লাখ ৩০ হাজার টাকা চেক দেন তাকে।

চুক্তিবদ্ধ হয়েও নাটক নির্মাণ করেননি চয়নিকা। তার সঙ্গে যোগাযোগ করলে তিনি নাটক নির্মাণে অপরাগত প্রকাশ করেন। তখন টাকা ফেরত চাইলে তিনি ২০১৩ সালের জানুয়ারিতে চেক নগদায়ন করতে অনুরোধ করেন।

পরবর্তীতে একাধিকবার চেক নগদায়ন করতে গেলেও চেক ‘ডিজঅনার’ হয়। টাকা ফেরত চেয়ে আইনি নোটিস পাঠানো হলেও চয়নিকা টাকা দেননি। পরবর্তীতে রিয়াজ আদালতে তার বিরুদ্ধে মামলা করেন। ২০০১ সালে ‘শেষ বেলায়’ নাটকের মধ্য দিয়ে টিভি নাটকের নির্মাতা হিসেবে যাত্রা শুরুর পর দুই দশকের ক্যারিয়ারে তিনশ’র বেশি টিভি নাটক নির্মাণ করেছেন চয়নিকা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: