cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
পুরান ঢাকার লক্ষ্মীবাজারের একটি মেসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী প্রত্যাশা মজুমদার আত্মহত্যা করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২২-২৩ সেশনের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী।
গত মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে সহপাঠীরা মেসের কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর দ্রুত তাকে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত বিষয় এই আত্মহত্যার কারণ হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। ঘটনার পর পুলিশ একজনকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
ঘটনার সময় পাশের ভবনে অবস্থানরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭ ব্যাচের শিক্ষার্থী মারেফুল বলেন, আমি নিচে নামছিলাম, তখন দেখি একটি ছেলে মেয়েটিকে কোলে করে রিকশায় তুলছে। পরে শুনি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে বা কেন ঘটনা ঘটেছে, সে বিষয়ে হয়তো ছেলেটিই ভালো বলতে পারবে।
এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন শোক প্রকাশ করেছে এবং শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।