cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
‘পাল্টা শুল্ক’ কার্যকর হওয়ার দিনেই বেশির ভাগ দেশের ক্ষেত্রে সিদ্ধান্তটি তিন মাসের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তিন মাস ১০ শতাংশ হারে শুল্ক দিতে হবে সেসব দেশকে।
তবে, কানাডা, মেক্সিকো ও চীনকে এই তালিকার বাইরে রেখেছেন ট্রাম্প। বরং চীনের জন্য শুল্কহার ১০৪ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করেছেন তিনি।
বুধবার হোয়াইট হাউজে সাংবাদিকদের ব্রিফ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, সব দেশের সঙ্গেই একটা ন্যায্য সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে মনে করেন তিনি।
এদিকে, ৯০ দিনের জন্য স্থগিতের অনুরোধে সাড়া দেয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, ৯০ দিনের জন্য শুল্ক স্থগিতের জন্য আমাদের অনুরোধে ইতিবাচকভাবে সাড়া দেয়ায় ধন্যবাদ, প্রেসিডেন্ট।
“আপনার বাণিজ্য নীতির সমর্থনে আপনার প্রশাসনের সাথে আমরা কাজ চালিয়ে যাবো,” বলা হয়েছে ফেসবুক পোস্টটিতে।
বাংলাদেশ থেকে আমদানি পণ্যের ওপর অতিরিক্ত ৩৭ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাষ্ট্র।
এর ফলে, আগে থেকেই বাংলাদেশি পণ্যের ওপর জারি থাকা ১৫ শতাংশ শুল্কের সাথে নতুন ৩৭ শতাংশ যুক্ত হয়ে শুল্ক দাঁড়ায় ৫২ শতাংশে।
দেশটির দাবি বাংলাদেশ তাদের থেকে পণ্য আমদানির ক্ষেত্রে ৭৪ শতাংশ শুল্ক আরোপ করে থাকে।
যদিও এই তথ্যের ভিত্তি নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাংলাদেশের ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। এরপর শুল্ক স্থগিতের অনুরোধ জানিয়ে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লেখেন মুহাম্মদ ইউনূস।
মার্কিন প্রেসিডেন্টের পাশাপাশি দেশটির বাণিজ্য বিষয়ক দপ্তর ‘অফিস অব দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ’কেও (ইউএসটিআর) আলাদাভাবে চিঠি দেওয়ার কথা জানিয়েছিল প্রধান উপদেষ্টার প্রেস উইং।
অন্যান্য অনেক দেশও ট্রাম্প প্রশাসনের সাথে যোগাযোগ এবং সমঝোতার চেষ্টা করেছে গত কয়েকদিনে।
আজ ৯ই এপ্রিল থেকে অতিরিক্তি শুল্ক কার্যকর হওয়ার ঘোষণা দেয়া হয়েছিল গত দোসরা এপ্রিল। তবে ১০৪ শতাংশ শুল্ক আরোপের জবাবে সব ধরনের মার্কিন পণ্যের আমদানির ওপর ৮৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল চীনের অর্থ মন্ত্রণালয়।
তারই জের ধরে এবার দেশটির ওপর ১২৫ শতাংশ শুল্কের বোঝা চাপালেন ডোনাল্ড ট্রাম্প। চীনকে ‘নিকৃষ্টতম অপরাধী’ হিসেবে আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
তার বাণিজ্য ঘাটতি সংক্রান্ত বক্তব্যের বড় অংশজুড়ে থাকে চীনের বিরুদ্ধে অভিযোগ।
এদিকে, কানাডা ও মেক্সিকোর ওপর ঠিক কত শতাংশ শুল্ক থাকছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। পরবর্তীতে নিশ্চিত হওয়া গেছে তাদের ওপর গত মাসে আরোপ করা ২৫ শতাংশ শুল্ক বহাল রাখা হয়েছে।
শুল্ক নিয়ে টানাপোড়েন ও উদ্বেগের জেরে বিশ্বজুড়ে শেয়ার বাজারে অস্থিরতা দেখা গেছে গত কয়েকদিনে। সিদ্ধান্ত স্থগিতের ঘোষণা আসার পর আবার চাঙাভাব দেখা যাচ্ছে পুঁজিবাজারগুলোতে।
হোয়াইট হাউজের তরফে ধারণা দেয়ার চেষ্টা করা হয়েছে, যেসব দেশ প্রতিশোধ নেয়ার চেষ্টা করেনি তাদের পুরস্কৃত করা হচ্ছে। তবে, চীনের সাথেও একটি সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প।